Malda News : নতুন ব্লক কমিটি নিয়ে অসন্তোষ, পদত্যাগ TMC নেতার – tmc old leader resign at harishchandrapur for not giving him proper post


West Bengal News পঞ্চায়েত ভোটের প্রাক্কালে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। পদচ্যুত হওয়ায় ক্ষোভ প্রকাশ বর্ষিয়ান তৃণমূল নেতার। এমনকী পঞ্চায়েতে দলের ফল খারাপ হবে বলেও আশঙ্কা প্রকাশ মালদা হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) ২ নম্বর ব্লকের প্রাক্তন সহ সভাপতি শেখ দানেশ। ব্লক কমিটি থেকে পদত্যাগ করলেন তিনি। ঘটনাটি নিয়ে কটাক্ষ স্থানীয় BJP নেতৃত্বের।

TMC Join : পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! উলুবেড়িয়ায় CPIM-BJP ছেড়ে TMC-এ যোগ বহু নেতার
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন শেখ দানেশ। ২০১৯ সালে মৌসম বেনজির নূর জেলা সভানেত্রী থাকা কালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই সামলেছেন ব্লক সহ-সভাপতির দায়িত্ব। কিন্তু দুই মাস আগে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়। হজরত আলীর জায়গায় ব্লক সভাপতি হন তবারক হোসেন চৌধুরী। দুই মাস পর নতুন ব্লক সভাপতির নেতৃত্বে ব্লক কমিটি ঘোষণা হয়। সেই কমিটিতে সহ-সভাপতির পদ পাননি শেখ দানেশ। তাঁকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। লিস্ট সামনে আসতেই ক্ষুব্ধ ওই নেতা। সোমবার লিখিত ভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ব্লক সভাপতিকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। শেখ দানেশ দাবি করেছেন, গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল। একটি ব্লকে তিন-চারটি করে গোষ্ঠী। গোষ্ঠী কোন্দলের জন্যই তাঁকে পদ থেকে সরানো হয়েছে। তিনি যে ভাবে দলের কাজ সামলেছেন সেখানে তাঁর পদোন্নতি হওয়া উচিত। কিন্তু এই ভাবে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়াই তিনি অপমানিত বোধ করেছেন।

Birbhum Bombing : বোমার আঘাতে হাত-পা উড়ল যুবকের, TMC-র গোষ্ঠীকোন্দলের জেরে ফের উত্তপ্ত বীরভূম
বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, “আমাদের দলের মধ্যে কোনও গোষ্ঠী নেই। এটা মিথ্যা কথা। লিখিত ভাবে ওঁর পদত্যাগ পত্র আসলে আমরা কথা বলব। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে সেটা দলের মধ্যে মিটিয়ে নেওয়া হবে।” অন্যদিকে, উত্তর মালদা জেলা BJP-র সাংগঠনিক সম্পাদক রুপেশ আগরওয়াল বলেন, “একজন বর্ষিয়ান নেতাকে এই ভাবে পদ থেকে সরিয়ে দিচ্ছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এরকমই হয়। ভোট আসলে প্রত্যেকটা বুথে গোষ্ঠী দেখা যাবে। তৃণমূলের নেতা কর্মীরাই তাঁদের ভেতরের দুর্নীতি সামনে আনছে।”

Birbhum News: শ্রীঘরে অনুব্রত, বোমা-গুলির বীরভূম আছে বীরভূমেই
প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত ভোট থেকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এ যথেষ্ট ভালো ফলাফল করেছে শাসকদল। ৯ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নয়টা গ্রাম পঞ্চায়েতই রয়েছে তৃণমূলের দখলে। কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক ভাবে মানুষের কাছে ভুল বার্তা যাবে। মুখে না বললেও যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *