Mamata Banerjee : ডিসেম্বরে মেঘালয়ে মমতা? পাহাড়ি রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর ৩মাস, প্রস্তুতি শুরু – west bengal chief minister mamata banerjee will visit meghalaya in december ahead of meghalaya assembly election


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 21 Nov 2022, 9:48 am

West Bengal News : খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেঘালয়ে সফরে যেতে পারেন। 2023 সালের ফেব্রুয়ারি মাসের শেষে মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election)। নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল ইতিমধ্যেই সংগঠন গোছাতে শুরু করেছে।

 

Mamata Banerjee
ফাইল ফটো

হাইলাইটস

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে সফরে যেতে পারেন।
  • তিন মাস পর, 2023 সালের ফেব্রুয়ারি মাসের শেষে মেঘালয়ে বিধানসভা নির্বাচন।
  • মমতা বন্দ্যোপাধ্যায় ওই পাহাড়ি রাজ্য সফরে গেলে জোড়াফুলের পক্ষে হাওড়া আরও জোরদার হবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে সফরে যেতে পারেন। তিন মাস পর, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল ইতিমধ্যেই সংগঠন গোছাতে শুরু করেছে। গারো পার্বত্য অঞ্চলের তুরা-তে শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের জনসভায় চোখে পড়ার মতো ভিড় হয়েছিল। তৃণমূলের দিকে এই জনসমর্থনের রেশ ধরে রাখতে এ বার মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের মাঝামাঝি মেঘালয় সফরে যেতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। যদিও এখনও এই সফরসূচির খুঁটিনাটি চূড়ান্ত হয়নি।মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা, বাংলার মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘দলনেত্রী মেঘালয়ে যাবেন কি না, এখনও তা চূড়ান্ত হয়নি। সূচি চূড়ান্ত হলে নিশ্চয়ই ঘোষণা করা হবে।’

Abhishek Banerjee : মেঘালয় সফরে অভিষেক, শিলংয়ের জনসভায় বড় চমকের অপেক্ষা
২০২১ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল নতুন উদ্যমে সংগঠন তৈরির কাজ শুরু করার পর গত বছর ডিসেম্বর মাসে দু’দফায় গোয়া সফরে গিয়েছিলেন মমতা। সেখানে আমজনতার সঙ্গে আলাপচারিতার পাশাপাশি জনসভাও করেছিলেন তৃণমূল নেত্রী। গোয়ায় অল্প সময়ের মধ্যে তৃণমূল দ্রুত সংগঠন বিস্তার করে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নেমেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন হয়। তৃণমূল কোনও আসন জিততে না-পারলেও ৫ শতাংশের বেশি ভোট এসেছিল জোড়াফুলের ঝুলিতে। একাধিক আসনে তৃণমূল প্রার্থীরা ছিলেন দ্বিতীয় স্থানে। কয়েকটি আসনে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিল তৃণমূল।

Meghalaya TMC​ : মেঘালয়েও বইছে পরিবর্তনের হাওয়া​! সরকার গঠনে আত্মবিশ্বাসী তৃণমূল
গোয়ার তুলনায় মেঘালয়ে কিন্তু তৃণমূল অনেক আগেই ঘর গোছানো শুরু করেছে। মুকুল সাংমার নেতৃত্বে তৃণমূল এখন মেঘালয়ের প্রধান বিরোধী দল। অভিষেকের সফরে আগে মুকুলের নেতৃত্বে মেঘালয়ের একাধিক জেলায় তৃণমূলের সংগঠন বিস্তারের কাজ শুরু হয়। বিভিন্ন স্তরে গঠিত হয়েছে কমিটি। নিয়মিত জনসভা-মিছিল চলছে। মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মানস দফায় দফায় উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়ে সংগঠন বিস্তারের কাজে নজরদারি করছেন। তৃণমূলের নির্বাচনী রণকৌশল নির্ধারণের দলীয় নেতৃত্বের সঙ্গে একটি ভোটকুশলী সংস্থাও কাজ করেছে।

Abhishek Banerjee : NRC হলে মেঘালয়ের বাসিন্দাদের ভারতীয় বলে প্রমাণ দিতে হবে : অভিষেক
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই পাহাড়ি রাজ্য সফরে গেলে জোড়াফুলের পক্ষে হাওড়া আরও জোরদার হবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও জোট করবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে ৬০ সদস্যর মেঘালয় বিধানসভায় তৃণমূল একক ভাবেই অর্ধেকের বেশি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *