গেরুয়া শিবির সূত্রের খবর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো কয়েকটি জেলায় বিজেপির কর্মিসভায় মিঠুনের সঙ্গে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন। গেরুয়া ব্রিগেড বাংলায় মিঠুনকে প্রচারের কাজে ধারবাহিক ভাবে যে ব্যবহার করতে চাইছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল কয়েক মাস আগে বিজেপির কোর কমিটিতে জনপ্রিয় এই অভিনেতাকে অন্তর্ভুক্ত করা থেকেই। ওই কোর কমিটির সদস্যদের নামের তালিকায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পরেই ছিল মিঠুনের নাম।
গত কয়েক মাস যাবৎ মিঠুন মাঝেমধ্যে বাংলায় এসে কখনও বলেছেন যে, তৃণমূলের একদল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, কখনও আবার বালুরঘাটে গিয়ে পুজোর উদ্বোধন করেছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দলের কর্মী-সমর্থকদের উদ্দীপ্ত করবে। এখনও মিঠুনদার জনপ্রিয়তা কতটা রয়েছে, সেটা একাধিক কর্মসূচিতে তাঁর সঙ্গে থেকে দেখেছি। তিনি নিজেও দলের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মিঠুনের সাড়ম্বর আবির্ভাব হয়েছিল বিজেপির মঞ্চে। যদিও মিঠুনের প্রচার বিজেপিকে বাড়তি কোনও ফায়দা দেয়নি। এ বার জেলায় জেলায় মিঠুনের সভা করার পরিকল্পনা নিয়ে রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘শীত পড়ছে, এই সময়ে যাত্রাপালা হয়। বিজেপি হয়তো তেমন কোনও যাত্রাপালা করতে চাইছে। মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা কত, সেটা তিনি ভোটে লড়ে দেখান।’