Porimoni-Bidya Sinha Saha Mim : পরীমণির সঙ্গে চুলোচুলি, রাজকে ছাড়লেন মিম…


Bidya Sinha Saha Mim, Porimoni, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  স্বামী শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের মাখামাখি তাঁর বিন্দুমাত্র পছন্দ হচ্ছে না। কিছুদিন আগেই এনিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরীমণি। যা নিয়ে প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে পরীর সঙ্গে মিমের বাকযুদ্ধ কিছু কম হয়নি। শুধু মিম-ই নন, এনিয়ে নিজের পরিচালক অভিনেতা, স্বামী শরিফুল রাজ এবং পরিচালক রায়ান রফিকেও তোপ দেগেছিলেন পরী। আর এবার  সেকারণেই বড় পদক্ষেপ করলেন বাংলাদেশের অভিনেত্রী মিম। 

কী পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী মিম?

জানা যাচ্ছে, পরবর্তী সময়ে পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। এমনকি এজন্য পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিটি ফিরিয়ে দিয়েছেন মিম। যে ছবির জন্য তিনি ১ বছর আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন। আর এই ছবিতে মিমের সঙ্গে অভিনয় করার কথা ছিল শরিফুল রাজের। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি মিম পরিচালক রায়ানকে জানিয়ে দিয়েছেন তিনি শরিফুল রাজের বিপরীতে আর কাজ করতে চাননা। মিমের কথায়, ‘রাজের সঙ্গে আমার গত দুটি ছবি ভালোই সফল হয়েছে। রাজও সহ অভিনেতা হিসাবে ভালোই। তবে রাজের বিপরীতে আমি আর কাজ করব না। আর এটা আমি পরিচালক জুয়েল ভাইকে জানিয়ে দিয়েছি।’

মিমের কথায়, ‘ছবিতে গল্পের প্রয়োজনে অনেক রোম্যান্টি দৃশ্যই থাকতে পারে। তবে এসব করতে গেলে ওদের মধ্যে ফের অবিশ্বাস তৈরি হবে। এতে আমার সম্মানও নষ্ট হচ্ছে। সামাজিকভাবেও ছোট হতে হচ্ছে। তাই আর রাজের সঙ্গে কাজ করব না। চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’ এখানেই শেষ নয়, পরীমণি বলেন, ‘রাজের সঙ্গে দামাল ছবিটি করার পর পরীমণি আমাকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল, তাতে রাজের সঙ্গে পরবর্তী সময়ে কাজ না করাই ভালো। আমার জন্মদিনেও পরীমণি বিতর্কিত কথা লিখেছিল, যেকারণে ওই জন্মদিনটাই রংহীন হয়ে গেছে। সব শুনে আমার মাও অসুস্থ হয়ে পড়েছিলেন।’ 

আরও পড়ুন-মিমের সঙ্গে স্বামীর রাতভর প্রেমালাপ! রেগে আগুন পরীমণি…

আরও পড়ুন- ফের ভাঙন! মিমের সঙ্গে পরকীয়া, স্বামীকে সাবধান করলেন পরীমণি…

এদিকে মিমকে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সম্প্রতি শরিফুল রাজের জন্মদিনও সেলিব্রেট করেন পরীমণি। জন্মদিনে এক সাক্ষাৎকারে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘আজ মিম কে নিয়ে বিতর্ক হচ্ছে, কাজ কাজের প্রয়োজনে আরেক নায়িকারও হাত ধরতে পারি, এটাই তো আমাদের পেশা। যা হয়েছে তাতে আমার কোনও ভূমিকা নেই, তাই এনিয়ে কোনও কথা বলতেও চাই না। যদি ঘটনাটা সত্যি হত তাহলে নাহয় কথা বলতাম। শুধু বলব, পরীকে সম্মান করি, আমাদের সংসারকেও সম্মান করি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ ছবি দুটি। আর এই ছবিতে কাজ করতে গিয়েছে ‘পরী’র স্বামী মিমের কাছাকাছি এসেছেন বলে অভিযোগ। আর এক্ষেত্রে ছবির পরিচালক  রায়হান রফির বিরুদ্ধেই দালালির অভিযোগ এনেছেন পরীমণি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *