Saradha Scam : সারদা মামলায় নতুন করে তদন্ত শুরু, প্রাক্তন DGP-র অ্যাকাউন্ট ফ্রিজ ED-র – ed freezes west bengal former dgp rajat majumdar two bank accounts in saradha scam case


সারদা মামলায় (Saradha Scam Case) ফের সক্রিয় ED। এবার পশ্চিমবঙ্গে প্রাক্তন DGP রজত মজুমদারের (Rajat Majumdar) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গত ১৯ নভেম্বর নতুন করে সারদা মামলায় তদন্ত শুরু করেছে ED। আর তদন্তে নেমে প্রথমেই প্রাক্তন এই DGP-র দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। তিনি সারদা গ্রুপের (Saradha Group) তৎকালীন ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছিলেন। জানা গিয়েছে, গত শনিবার মধ্যরাত পর্যন্ত রজত মজুমদারকে সল্টলেকের CGO কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ED। তদন্তকারীরা এই প্রাক্তন IPS অফিসারের বয়ান রেকর্ড করেছেন বলেও ED সূত্রে খবর। এরপরই রজত মজুদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tapas Mondal : ২১ কোটি টাকা কার পকেটে, তাপস ফের ইডি-র প্রশ্নের মুখে
উল্লেখ্য, গত ২০১৪ সালে সারদা মামলায় রাজ্যের প্রাক্তন DGP রজত মজুমদারকে CBI গ্রেফতার করেছিল। দু’হাজার কোটি টাকার সারদা মামলায় (Saradha Scam Case) তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। যে সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল, রজত মজুমদার ছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন সহ সভাপতি। সে সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সারদার ৩৫ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করেছিল।

Anubrata Mondal : অনুব্রত-ঘনিষ্ঠ আরও দু’জনকে দিল্লি তলব
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সারদা মামলা নিয়ে করা একটি মন্তব্য হইচই ফেলে। তিনি জানিয়েছিলেন, নতুন করে শুরু করা ED-র এই তদন্ত যেন কোনওভাবেই সারদার পুরনো মামলার মতো ধীর গতিতে না এগোয়। এরপরই তদন্তে আরও কিছুটা সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীদিনে প্রাক্তন এই IPS অফিসার রজত মজুমদারের থেকে সারদা মামলার আরও কিছু গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলেও অনুমান তদন্তকারীদের।

Delhi Liquor Scam Case : জামিনের আগে ফের গ্রেফতার, এবার ED হেফাজতে সিসোদিয়া ঘনিষ্ঠ বিজয় নায়ার
বলা বাহুল্য আট বছর পর ফের সারদা মামলায় নতুন করে তদন্ত শুরু হল। বেআইনি এই অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রতারিত আমানতকারী ও গ্রাহকরা এখনও টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু, এত বছর কেটে যাওয়ার পর তদন্তের উপর কার্যত আস্থা হারিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের অভিযোগ, বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদায় বহু কর্মী তাদের টাকা আত্মসাৎ করে বসে রয়েছেন। সংস্থার কর্তা সুদীপ্ত সেন যদিও জেলবন্দি। ফলে নতুন করে রাজ্য পুলিশের প্রাক্তন DG-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় ফের একবার তদন্তে নড়াচড়া হতে পারে বলে আশা করছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *