Shalimar Station : চিকিৎসার জন্য যাচ্ছিলেন হায়দরাবাদে, ট্রেন বাতিল হওয়ায় দুধের শিশুকে নিয়ে বিপাকে দম্পতি – many people faced problems after several train cancelled from shalimar due to goods train derailment


ছেলের চোখের চিকিৎসার জন্য হায়দরাবাদে যাওয়ার কথা ছিল বীরভূমের (Birbhum) নীলকান্ত দাসের। সন্তানকে নিয়ে পৌঁছে যান শালিমার স্টেশনে (Shalimar Station)। গিয়ে জানতে পারেন ট্রেন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত নীলকান্তবাবুর।

 

train.

হাইলাইটস

  • খুরদা রোড ডিভিশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর বাতিল একাধিক ট্রেন
  • বাতিল করা হয়েছে শালিমার হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস
  • ট্রেন বাতিল হওয়ার ফলে সমস্যায় পড়েছেন বীরভূমের নীলকান্ত দাস
West Bengal News : চোখে সমস্যা (Eye Problem) রয়েছে ২ মাসের সন্তানের। চিকিৎসার (Treatment) জন্য তাকে নিয়ে যাওয়ার কথা ছিল হায়দরাবাদে (Hyderabad)। সেই মতো ট্রেন ধরার জন্য সঠিক সময় সন্তানকে নিয়ে স্টেশনে পৌঁছন তাঁরা। কিন্তু, স্টেশনে পৌঁছে মাথায় হাত দম্পতির। জানতে পারেন বাতিল করা হয়েছে ট্রেন। খুরদা রোড ডিভিশন মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পরই বাতিল (Train Cancel) করা হয় একাধিক ট্রেন। সেই বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ওই দম্পতির ট্রেনও। এদিকে ট্রেন বাতিল হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন দম্পতি। কী ভাবে সন্তানকে নিয়ে হায়দরাবাদে পৌঁছবেন তা ভেবেই পাচ্ছেন না তাঁরা। Odisha Train Accident : ওডিশায় লাইনচ্যুত হয়ে মালগাড়ি ঢুকল স্টেশনে! মৃত ৩, বিহারে ৮ শিশুকে পিষে দিল ট্রাক
লাইনচ্যুত মালগাড়ি
ওডিশায় (Odisha) একটি মালগাড়ি লাইনচ্যুত (Goods Train Derailed) হয়ে ঢুকে পড়ে স্টেশনের প্রতিক্ষালয়ে। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে দু’জন শিশু। এদিকে, বিহারের বৈশালিতে একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারানো ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে আট শিশু সহ ১২ জনের। আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar)। Krishnanagar Local Train : দুর্ঘটনার কবলে কৃষ্ণনগর লোকাল! শ্যামনগরে আলাদা হয়ে গেল ট্রেনের কামরা
বাতিল ট্রেন
বীরভূমের সিউড়ির বাসিন্দা নীলকান্ত দাস। তাঁর দু মাসের পুত্র সন্তানের চোখের সমস্যা রয়েছে। তাকে নিয়ে চিকিৎসার জন্য হায়দরাবাদে যাবেন বলে সপরিবারে বের হন রবিবার। এরপর সারারাত হাওড়া স্টেশনে কাটিয়ে সোমবার সকাল নটা নাগাদ শালিমার স্টেশনে পৌঁছন। কিন্তু, স্টেশনে গিয়ে জানতে পারেন যে খুরদা রোড ডিভিশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে বাতিল করা হয়েছে শালিমার হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস। এরপর নীলকান্ত বাবু জানান, তাঁর ছেলের চোখের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করে হায়দরাবাদের হাসপাতালে চিকিৎসকের ডেট পাওয়া গিয়েছিল। আগামী ২৩ নভেম্বর দেখানোর কথা। এই অবস্থায় কী ভাবে সেখানে পৌঁছবেন তা ভেবেই পাচ্ছেন না তাঁরা। Howrah Station : হাওড়া স্টেশনের ওভারহেড পোস্টে মানসিক ভারসাম্যহীন, বন্ধ ট্রেন চলাচল
নীলকান্ত বাবুর স্ত্রী স্বপ্না দাস জানান, “ছেলের চিকিৎসা করানো খুবই জরুরি। প্লেনে করে যাওয়ার সামর্থ্য নেই। বিকল্প রাস্তা দিয়ে ট্রেন চালানোর ব্যবস্থা করা হোক।” তবে শুধুমাত্র নীলকান্তবাবু নন। তাঁদের মতো এমন অনেক যাত্রী রয়েছেন যাঁরা শালিমার থেকে ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছেন। কেউ বাড়ি ফিরে গিয়েছেন আবার কেউ ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চলেছেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *