South 24 Parganas Gas Leak : কামালগাজিতে Pepsi-র কারখানায় গ্যাস লিক, এলাকায় তীব্র আতঙ্ক – many people injured after gas leaked from pepsi factory in kamalgazi


দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায় পেপসি কোম্পানিতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের দুই কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

 

pepsi

হাইলাইটস

  • নরেন্দ্রপুর এলাকায় পেপসি কোম্পানিতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে আতঙ্ক
  • গ্যাস লিক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন স্থানীয় বাসিন্দা
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন
West Bengal News : দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায় পেপসি কোম্পানিতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গ্যাস লিক হওয়ার পরই ওই কারখানার মধ্যে সাইরেন বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে ছোটাছুটি শুরু করে দেন কারখানার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা। জানা গিয়েছে, এই গ্যাস লিক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এমনকী, দমকলের দুই কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। অ্যাম্বুল্যান্সও রয়েছে এলাকায়।

বিস্তারিত আসছে…

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *