এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত শহরের প্রসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জেল হেফাজতে নাকি হরেক রকম দাবি জানাচ্ছেন পার্থ। সূত্রের খবর, খাবার থালায় মাছ-মাংস থেকে শুরু করে মোবাইল ফোনের আবদারও রয়েছে সেই তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে জেরবার জেলকর্মীরা। কেবল খাবারের আবাদার নয়, পার্থর স্নানের লম্বা সময় নিয়ে বিরক্ত তারা।
Source link