Bardhaman News : পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল, মঙ্গলকোটে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ – two person arrest by mangalkot police before robbery


West Bengal News আগ্নেয়াস্ত্র (Firearms) সহ গ্রেফতার দুই দুষ্কৃতী৷ সোমবার রাতে মঙ্গলকোটের (Mangalkot) খুদরুন দিঘি এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রহিম শেখ ও খোকন শেখ৷ তাদের বাড়ি মঙ্গলকোটের চাকুলিয়া গ্রামে৷ আরও জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা ওই এলাকায় এসেছিল৷ খবর পেয়ে মঙ্গলকোট থানার (Mangalkot Police Station) বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে৷ পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু’ রাউন্ড গুলি ও ডাকাতির নানান সরঞ্জাম উদ্ধার হয়। ধৃত দুই দুষ্কৃতীকে মঙ্গলবার কাটোয়া আদালতে (Katwa Court) পাঠানো হয়। পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও, অনেকই পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Bardhaman News : আগ্নেয়াস্ত্র সহ বর্ধমান পুলিশের জালে অসমের ব্যক্তি, উদ্ধার পাইপ গান সহ কার্তুজ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খুদরুন দিঘি এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল দুষ্কৃতী জড়ো হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে বিশাল বাহিনী নিয়ে মঙ্গলকোট থানার পুলিশ ওই এলাকায় হানা দেয়। এরপরই হাতেনাতে ধরে ফেলে দুই দুষ্কৃতীকে৷ পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি ও ডাকাতির নানান সরঞ্জাম উদ্ধার হয়। যদিও ধৃতদের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে৷ তারা পালিয়ে যায়৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Malda News: রাশি রাশি জাল টাকা! মালদায় পুলিশের জালে ধৃত ১
ধৃতদের সঙ্গে ওই দিন আর কারা কারা সেখানে উপস্থিত ছিল, তাদের সম্বন্ধে রহিম ও খেকন শেখের থেকেই জানার চেষ্টা করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর৷ তারা পালিয়ে কোথায় গাঢাকা দিয়ে থাকতে পারে, সেটাও ধৃত দু’জনক জেরা করেই জানা যাব বলেই দাবি পুলিশের৷ ফলে এদের মাধ্যমেই বাকিদের খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ৷ তবে দুষ্কৃতীরা ওই এলাকায় কার বাড়িতে ডাকাতির ছক কষেছিল, তা এখনও জানা যায়নি৷ পুলিশ ধৃতদের থেকে সেই খবর জানার চেষ্টা করছে বলেই জানা গিয়েছে৷ ধৃতদের নামে এর আগে অন্য কোনও থানায় কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে মঙ্গলকোট থানার পুলিশ৷

Money Recovery: ফের রাজ্যে বিপুল অর্থ উদ্ধার, পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে মিলল লাখ লাখ টাকা
ধৃতরা এর আগেও অনেক জায়গায় ডাকাতি করে থাকতে পারে বলেই দাবি পুলিশের৷ ফলে এর আগে তারা কোথাও ডাকাতি করেছে কিনা, তদন্তে নেমে তারও হদিশ পেতে চাইছে মঙ্গলকোট থানার পুলিশ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *