পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খুদরুন দিঘি এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে একদল দুষ্কৃতী জড়ো হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে বিশাল বাহিনী নিয়ে মঙ্গলকোট থানার পুলিশ ওই এলাকায় হানা দেয়। এরপরই হাতেনাতে ধরে ফেলে দুই দুষ্কৃতীকে৷ পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি ও ডাকাতির নানান সরঞ্জাম উদ্ধার হয়। যদিও ধৃতদের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে৷ তারা পালিয়ে যায়৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ধৃতদের সঙ্গে ওই দিন আর কারা কারা সেখানে উপস্থিত ছিল, তাদের সম্বন্ধে রহিম ও খেকন শেখের থেকেই জানার চেষ্টা করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর৷ তারা পালিয়ে কোথায় গাঢাকা দিয়ে থাকতে পারে, সেটাও ধৃত দু’জনক জেরা করেই জানা যাব বলেই দাবি পুলিশের৷ ফলে এদের মাধ্যমেই বাকিদের খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ৷ তবে দুষ্কৃতীরা ওই এলাকায় কার বাড়িতে ডাকাতির ছক কষেছিল, তা এখনও জানা যায়নি৷ পুলিশ ধৃতদের থেকে সেই খবর জানার চেষ্টা করছে বলেই জানা গিয়েছে৷ ধৃতদের নামে এর আগে অন্য কোনও থানায় কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে মঙ্গলকোট থানার পুলিশ৷
ধৃতরা এর আগেও অনেক জায়গায় ডাকাতি করে থাকতে পারে বলেই দাবি পুলিশের৷ ফলে এর আগে তারা কোথাও ডাকাতি করেছে কিনা, তদন্তে নেমে তারও হদিশ পেতে চাইছে মঙ্গলকোট থানার পুলিশ৷