Basirhat shootout case : বসিরহাটে পুলিশকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার ৪১, বিক্ষোভে উত্তাল বসিরহাট – basirhat police arrested 41 person in shootout case


বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার হয়েছে। তাদের মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এলাকায়।

 

Basirhat
এলাকায় বিক্ষোভ

হাইলাইটস

  • বসিরহাটের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়ে গতকাল গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী৷
  • সেই ঘটনায় 41 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
  • কিন্তু, তাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে দাবি তুলে স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে দিনভর উত্তপ্ত রইল বসিরহাট৷
আজও উত্তপ্ত বসিরহাট৷ বসিরহাটের (Basirhat) দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়ে গতকাল গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী৷ সেই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ কিন্তু, তাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে দাবি তুলে স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে দিনভর উত্তপ্ত রইল বসিরহাট৷ কখনও পথ অবরোধ করে বিক্ষোভ, আবার কখনও বসিরহাট থানা ঘেরাও৷ আর এই কর্মসূচিতে এলাকার মহিলারাও যোগ দেন বসিরহাট থানার (Basirhat Police Station) সামনে৷ ফলে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় বসিরহাটের শাকচুড়ায়৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শাকচুড়া বাজারের টাকি রোডের উপরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে সেখানে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে অশালীন ভাষায় গালিগালাজ শুরু হয়। সেখান থেকে একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। এরপর দু’ পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বলেও দাবি৷ এরপরই সোমবার রাত দশটা নাগাদ খবর পেয়ে গণ্ডগোল মেটাতে ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

Dakshin 24 Pargana : ‘বলছে তো ভালো আছে…’, উৎকণ্ঠায় বসিরহাটে গুলিবিদ্ধ কনস্টেবলের পরিবার
সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিতেই জখম হন অনন্তপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভাত সর্দার। গুলি এসে লাগে ৪২ বছর বয়সি প্রভাতের বাঁ কাঁধে। এরপরই পুলিশও শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় নেতা সহ ৪১ জনকে গ্রেফতার করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ দাবি করে, বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখান অনেকে৷ এলাকার মহিলারাও বসিরহাট থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন৷ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷

Basirhat : সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, গুলিবিদ্ধ পুলিশকর্মী
যদিও প্রথমে এদিন রাস্তা অবরোধ বিক্ষোভও দেখানো হয় এলাকায়। ব্লক সভাপতির অপসারণের দাবি জানানো হয়৷ ফলে সকাল থেকেই এলাকা দফায় দফায় উত্তেজিত হয়ে ওঠে বসিরহাটের শাকচুড়ার মাটি৷ এখনও থমথমে এলাকা৷ সোমবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া ৪১ জনকে কোর্টে তোলা হলে ৩৭ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং ৪ জনকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *