বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পুলিশ কনস্টেবল। এই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার হয়েছে। তাদের মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এলাকায়।

হাইলাইটস
- বসিরহাটের দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে গিয়ে গতকাল গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী৷
- সেই ঘটনায় 41 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
- কিন্তু, তাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে দাবি তুলে স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে দিনভর উত্তপ্ত রইল বসিরহাট৷
সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিতেই জখম হন অনন্তপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রভাত সর্দার। গুলি এসে লাগে ৪২ বছর বয়সি প্রভাতের বাঁ কাঁধে। এরপরই পুলিশও শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় নেতা সহ ৪১ জনকে গ্রেফতার করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ দাবি করে, বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখান অনেকে৷ এলাকার মহিলারাও বসিরহাট থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন৷ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷
যদিও প্রথমে এদিন রাস্তা অবরোধ বিক্ষোভও দেখানো হয় এলাকায়। ব্লক সভাপতির অপসারণের দাবি জানানো হয়৷ ফলে সকাল থেকেই এলাকা দফায় দফায় উত্তেজিত হয়ে ওঠে বসিরহাটের শাকচুড়ার মাটি৷ এখনও থমথমে এলাকা৷ সোমবার রাত থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া ৪১ জনকে কোর্টে তোলা হলে ৩৭ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং ৪ জনকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ