C V Ananda Bose : কলকাতায় নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বসু, স্বাগত জানালেন ফিরহাদ – west bengal governor c v ananda bose comes to kolkata


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 22 Nov 2022, 11:05 am

কলকাতায় এলেন সি ভি আনন্দ বসু। বৃহস্পতিবার তিনি রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

 

C V Ananda Bose
সি ভি আনন্দ বসু

হাইলাইটস

  • বুধবার অর্থাৎ 23 নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ সি ভি আনন্দ বসুর।
  • মঙ্গলবার কলকাতায় পা রাখেন তিনি।
  • এদিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
West Bengal News: বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ সি ভি আনন্দ বসু (C V Ananda Bose)-র। মঙ্গলবার কলকাতায় পা রাখেন তিনি। এদিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। উল্লেখ্য, গত শুক্রবার তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় শপথগ্রহণ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। সূত্রের খবর, তাঁকে ২১ এবং ২৩ নভেম্বর এই দুই দিনের প্রস্তাব দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। এরপর শপথগ্রহণের জন্য চূড়ান্ত হয় ২৩ নভেম্বরের দিনটিই। শপথগ্রহণের পর ফের দিল্লিতে যাবেন রাজ্যপাল। সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎকার করবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

CV Ananda Bose : অবশেষে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা, রাজ্যের নয়া ‘ফার্স্ট সিটিজেন’ সি ভি আনন্দ বসু
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শপথগ্রহণের জন্য রাজ্য প্রস্তুত। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) দেশের উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর স্থায়ী রাজ্যপাল নিয়োগ হয়নি। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল লা গণেশন (La Ganeshan)-কে। এবার এই পদের দায়িত্বভার সামলানোর জন্য আগামীকাল শপথ নিতে চলেছেন সি ভি আনন্দ বসু । উল্লেখ্য, পদবি বসু হলেও তিনি বাঙালি নন। কেরালার কোয়াট্টাম অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। প্রাক্তন এই IAS একজন লেখকও। ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *