Jalpaiguri News : TMC-র দুই গোষ্ঠীর মধ্যে বচসা-হাতাহাতি, তুলকালাম মাল পুরসভায় – again tmc inner party clash in jalpaiguri mal municipality


West Bengal News পুরসভার দোকান বণ্টন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন খোদ তৃণমূল কাউন্সিলর। পুরসভার বৈঠকে বিয়ায়টি উত্থাপিত করতে গেলে তৃণমূলের আরেক গোষ্ঠী হাতের প্রহৃত হতে হল তাঁকে। ফের শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদ, হাতাহাতি জলপাইগুড়ি জেলার মাল পুরসভায় (Mal Municipality)। দুই তরফ থেকেই অভিযোগ দায়ের হয়েছে মাল থানায়।

Jhalda Municipality : ঝালদা পুরসভা হাতছাড়া তৃণমূলের, বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস
জলপাইগুড়ি মাল পুরসভার (Mal Municipality) তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। বচসা থেকে কার্যত হাতাহাতিতে জড়িয়ে দুই গোষ্ঠীর নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় মাল থানার (Mal Police Station) পুলিশকে। মাল পুরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার পুরসভার নতুন দোকান বন্টন নিয়ে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ করেন। দোকান বন্টনের হিসাব চেয়ে মাল পুরসভার চেয়ারম্যান, জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ সহ রাজ্যের বিভিন্ন তৃণমূল নেতাকে একটি চিঠি করেন। একাধিক জায়গায় চিঠি করলেও কোনও উত্তর না পাওয়ায় আজ ফের মাল টাউন তৃণমূল সভাপতি অমিত দেকে আরও একটি চিঠি করেন৷

Suvendu Adhikari : বিরবাহাকে কুরুচিকর মন্তব্য! সিঙ্গুরের পর এবার শ্রীরামপুর থানায় শুভেন্দুর নামে FIR
মাল পুরসভা (Mal Municipality) চেয়ারম্যান স্বপন সাহা বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকেন। ২নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুলিন গোলদারকে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য পুরসভায় ডাকা হয়। কুলিন গোলদারের অভিযোগ, চেয়ারম্যানের ফোন পেয়ে তিনি পুরসভায় ঢুকতেই তাঁর উপর মাল টাউন তৃণমূল সভাপতি অমিত দের বেশ কিছু অনুগামী তাঁর উপর চড়াও হয়। খবর পেয়ে কুলিন গোলদারের অনুগামী তথা ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার সহ বেশ কিছু তৃণমূল নেতৃত্ব কুলিন গোলদারকে উদ্ধার করতে গেলে তাঁদের উপরেও চড়াও হয়। তাঁদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে একসময় মেন গেট বন্ধ করে দিতে বাধ্য হয় পুরসভা কর্তৃপক্ষ। সকলকে নিয়ে বৈঠক করেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। দেড়ঘন্টা বৈঠকের পরও কাউন্সিলররা বের হলে সমর্থকরা তাঁদের নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Birbhum News : ফের উত্তপ্ত বীরভূম, শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে জখম ৫
গোটা ঘটনায় মাল থানায় ইতিমধ্যে দুটি অভিযোগ দায়ের করা হয়ে কুলিন গোলদার ও অজয় লোহারের পক্ষ থেকে। এই বিষয়ে মাল পুরসভার চেয়ারম্যানকে ফোন করা হলে তিনি ফোন ধরেনি। পাশাপাশি তৃণমূলের মাল টাউন সভাপতি অমিত দে ফোনে জানিয়েছেন, “এটা আমাদের নিজেদের ওয়ার্ডের সমস্যা। এর সঙ্গে আমাকে অযথা জড়ানো হচ্ছে। আমি বিষয়টি কিছুই জানিনা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *