Kolkata Latest News: এন্টালির পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার যুবতীর নিথর দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য – kolkata police found a woman body in a quarter of entally


এন্টালির (Entally) একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অঞ্জলি কুমারী। মঙ্গলবার সকালে পরিত্যক্ত আবাসন থেকে ওই তরুণীর নিথর দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছে অঞ্জলির আত্মীয়। এরপরেই তদন্তে নামে পুলিশ।

চিকিৎসার জন্য কলকাতায় (Kolkata) আসা…
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিহারের (Bihar) মধুবনির বাসিন্দা অঞ্জলি। চিকিৎসার জন্য তিনি আসেন কলকাতায়। রেলের কোয়ার্টারে থাকতেন তাঁর আত্মীয়রা। সেখানেই থাকছিলেন তিনি। কীভাবে তাঁর মৃত্যু হল? এই নিয়ে দানা বাঁধছে রহস্য। ঘটনায় তিনজন যুবকের উপর সন্দেহ রয়েছে পুলিশের, সূত্রের খবর এমনটাই।

Kolkata News :ভাত তো জুটবে! খুনের মিথ্যে দাবিতে আশ্রয় থানার ব্যারাক
ঠিক কী বলছেন প্রতিবেশীরা?
এই ঘটনায় এন্টালির ওই পরিত্যক্ত কোয়ার্টার সংলগ্ন অংশের বাসিন্দারা বলেন, “আমরা জানতাম না। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করছিল। খুনের কথা শুনে আমরা অত্যন্ত অবাক হয়েছিলাম। ওই তরুণী কে বা তিনি কোথায় থাকতেন সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই।” অপর এক বাসিন্দা বলেন, “খুনের খবর শুনে আমরা আতঙ্কে রয়েছি। এই এলাকায় সাধারণত অশান্তির ঘটনা ঘটে না। যে খুন হয়েছে বলে শুনছি তাকে চিনি না। দ্রুত পুলিশ হত্যাকারীদের পাকড়াও করুক এই দাবি করছি।”

Kolkata News : ৫০০ টাকায় শিশুর ডেথ সার্টিফিকেট দেন ডাক্তার
ঠিক কী বলছে পুলিশ?
জানা গিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সঠিকভাবে বর্ণনা করা সম্ভব হবে। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ওই তরুণী কলকাতায় এসেছিলেন, কোথায় থাকছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, সেই যাবতীয় বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে শ্রদ্ধা ওয়ালকরের হত্যা মামলায় তোলপাড় চলছে গোটা দেশজুড়ে। ঘটনায় মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা তাঁর লিভ ইন বয়ফ্রেন্ড ছিল। অভিযোগ, শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে কাটে আফতাব। এরপর বিভিন্ন অংশে তা ছড়িয়ে দেয়। ঘটনার নৃশংসতায় চমকে উঠেছে গোটা দেশ। শুধু তাই নয়, শ্রদ্ধার দেহের কাটা অংশ ফ্রিজে রেখে সেই ঘরেই নিত্যনতুন বান্ধবীদের সঙ্গে ডেট করত আফতাব, উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *