Medical Negligence Case : তিন হাসপাতাল ঘুরেও বেড পেলেন না রোগী – kolkata hospitals refused to admit a old woman


এই সময়: কিছুতেই সারছে না রেফার রোগ। দু’দিন ধরে শহরের তিন বড় হাসপাতাল ঘুরেও শয্যা জুটল না সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত বৃদ্ধার। রাতভর পর পর দু’দিন হাসপাতালের বাইরে স্ট্রেচারে কাটিয়ে শেষ পর্যন্ত বাড়িতে ফিরে নিজেদেরই চিকিৎসার ব্যবস্থা করতে হলো পরিবারকে। রেফার বন্ধ করতে আগেও বহুবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য কমিটির রিভিউ মিটিংয়েও পুরোনো সতর্কবার্তা নতুন করে শুনিয়েছেন তিনি।

SSKM Hospital Fire : এসএসকেএম হাসপাতালে বড়সড় আগুন, বন্ধ জরুরি বিভাগ
৭০ বছর বয়সি মঞ্জু চক্রবর্তীর বাড়ি বেহালায়। তাঁর পরিবারের লোকেরা জানিয়েছেন, শনিবার রাতে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। এলাকায় প্রাথমিক চিকিৎসার পরে রবিবার সকালে তাঁকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে সিটি স্ক্যান এর জন্য পাঠানো হয়। পরিবারের অভিযোগ, সিটি স্ক্যান করার পরে হাসপাতালে তরফে জানানো হয়, সেখানে বেড খালি নেই। তাই রোগী ভর্তি করা সম্ভব নয়। এর পর সেখান থেকে ওই বৃদ্ধাকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অভিযোগ সেখানেও মেলেনি বেড।

SSKM Hospital Fire: আগুন নিভলেও কাটছে না আতঙ্ক, X-ray মেশিন থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা
চিকিৎসার আশায় এনআরএস হাসপাতাল থেকে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান বৃদ্ধার পরিবারের লোকেরা। কিন্তু হয়রান হতে হয় সেখানেও। কারণ, শয্যার অভাবে তাঁকে সেখানে ভর্তি করা যায়নি। অবশেষে ফের এসএসকেএম হাসপাতালের দ্বারস্থ হয় পরিবার। শেষে ট্রমা কেয়ারের সামনে স্ট্রেচারে ঠাঁই হয় ওই বৃদ্ধার। রাত বাড়তেও সমস্যার সুরাহা না হওয়ায় শেষমেশ বাড়ি ফিরে যায় ওই পরিবার।

Jalpaiguri Medical College : জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে শুরু পঠনপাঠন, খুশি পড়ুয়ারা
মঞ্জু দেবীর মেয়ে বলেন, ‘শনিবার মায়ের সেরিব্রাল অ্যাটাক হয়। ডাক্তার আমাদের হাসপাতালে ভর্তি করতে বলেন। এরপর এসএসকেএম-এর ইমারজেন্সিতে নিয়ে আসি। একজন নার্স আটতলায় চলে যেতে বলেন। সিটি স্ক্যান হয়। পরে হাসপাতাল থেকে জানানো হয় বেড নেই। আমরা তখন এনআরএস-এ নিয়ে যাই মাকে। পরে মেডিক্যাল কলেজে নিয়ে যাই। ভেবেছিলাম হয়তো ভর্তি করতে পারব। কিন্তু কোথাও বেড না পেয়ে শেষ পর্যন্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই মা-কে।’ সোমবার অবশ্য শহরের এক হাসপাতালে বৃদ্ধাকে ভর্তি করানো গিয়েছে বলে জানান তাঁর পরিবারের লোকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *