পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে রাজ্যে পা রাখলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার সারবেন মহাগুরু। অনুব্রত গড়েও প্রচার করবেন বলে জানা গিয়েছে। কবে কোথায় প্রচার করবেন মহাগুরু?
হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে পা রাখলেন মিঠুন চক্রবর্তী
- দলের সভাপতির নির্দেশেই রাজ্যে এসেছেন বলে জানালেন মহাগুরু
- 27 নভেম্বর বোলপুরে ভোটের প্রচার সারবেন মিঠুন
কোথায় কোথায় প্রচার করবেন মিঠুন?
জানা গিয়েছে, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করবেন মিঠুন। শেষ দিনে তিনি অনুব্রতর গড় বোলপুরে প্রচার করবেন। এছাড়া ২৩ তারিখ তিনি পুরুলিয়া প্রচার করবেন। ২৪ তারিখ বাঁকুড়া, ২৫ তারিখ বিষ্ণুপুর, ২৬ নভেম্বর আসানসোল ও শেষ দিন অর্থাৎ ২৭ তারিখ কেষ্টহীন বোলপুরে প্রচার চালাবেন তিনি। সব ক্ষেত্রেই তিনি জেলার পঞ্চায়েত কার্যকর্তা বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির কৌশল
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার জেরে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলই। সবাই একই সঙ্গে নিজেদের জমি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। যেমন কোমর বেঁধে নেমেছে শাসক দল, তেমনই তার পাশাপাশি বিরোধী দুই শিবিরও ঝাঁপিয়ে পড়েছে। আর এই নির্বাচনের প্রচারে ফের রাজ্যে পা রাখলেন মিঠুন চক্রবর্তী। এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্যে এসেছিলেন মহাগুরু। তখনও রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে। আর পঞ্চায়েতের আগেও তার অন্যথা হল না।
মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।” এর আগেও উৎসবের মরসুমে জনসংযোগের লক্ষ্যে মিঠুন চক্রবর্তীকে সামনে এনেছিল বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই ফের একবার রাজ্যে এসেন মহাগুরু।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ