Panchayat Election: বন্দুক হাতে তৃণমূল নেতার ছেলের ছবি ভাইরাল! শোরগোল মালদায় – malda tmc leader son holding fire arms photo trending on social media


West Bengal News: আগ্নেয়াস্ত্র হাতে এক তৃণমূল নেতার ছেলের ছবি ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার রতুয়ায়। ইতিমধ্যেই সেই ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মালদা জেলার (Malda District) রতুয়া ব্লকের কাহালা অঞ্চলের সহ-সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলের এই কাণ্ড ঘিরে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। এই ঘটনায় কার্যত তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চাপানউতোর। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগেই বন্দুক হাতে তৃণমূলের দাপুটে নেতার ছেলের ছবি প্রকাশ্যে আসায় চাপে পড়েছে শাসক শিবিরও। BJP-র দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ কোনও অপরাধ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

Malda News : নতুন ব্লক কমিটি নিয়ে অসন্তোষ, পদত্যাগ TMC নেতার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই সোশাল মিডিয়ার প্রকাশ্যে আসে একটি ছবি। ছবিতে রতুয়া ১ ব্লকের কাহালা অঞ্চলের তৃণমূল নেতার ছেলেকে বন্দুক হাতে দেখা গিয়েছে। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছবি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।

Keshpur: ফের উত্তপ্ত কেশপুর, বোমাবাজিতে উড়ল তৃণমূল কর্মীর হাত
যদিও ছবিতে থাকা যুবক যে তাঁর ছেলে, তা স্বীকার করে নিয়েছেন মহম্মদ বদরুজ্জোহা। তবে তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য কিছু লোক পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে। গোটা ঘটনার পিছনে কিছু দুষ্কৃতীর মদত রয়েছে, তবে তাঁরা কোন দলের সঙ্গে যুক্ত তা আমি বলতে পারব না।” কাহালার তৃণমূল অঞ্চল সভাপতি শেখ এন্তাজুল আলম বলেন, “আমরা সোশাল মিডিয়াতে এই ছবি দেখেছি। আমাদের কিছু বলার নেই। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।”

Paresh Adhikary : নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‘কোচবিহারের লজ্জা’, সোশাল মিডিয়ায় সরব পরেশ
তৃণমূল নেতার ভাইরাল ছবি প্রসঙ্গে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা BJP-র সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “পায়ের তলায় কোনও মাটি নেই, তৃণমূল জনসমর্থন হারিয়েছে। সামনে পঞ্চায়েত ভোট তাই মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল।” মালদা তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury) বলেন, “কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে, ওই নেতার বাড়িতে তল্লাশি হয়েছে। দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে। বিরোধীদের কথায় গুরুত্ব দিয়ে কোনও লাভ নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *