Purba Medinipur News : ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কোলাঘাটে – an unpleasant incident happened with a housewife at kolaghat


West Bengal News বাড়ির ভেতর থেকে রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য কোলাঘাটে (Kolaghat)। মৃত মহিলার নাম রোজিনা বিবি। মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মহিলার স্বামী পলাতক। পারিবারিক বিবাদের জেরে মহিলাকে হত্যা করে স্বামী চম্পট দিয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। অভিযুক্ত স্বামী সেখ জামিরুল হোসেনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Siliguri News : শৌচালয়ে পড়ে বধূর দেহ, অদূরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পরিচিত যুবক! শিলিগুড়িতে শোরগোল
স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কোলাঘাট থানার (Kolaghat) দক্ষিণ সাগারবার গ্রামের বেলডাঙা পাড়ার সোমবার রাতে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে খবর, গতাকাল রাতে স্বামী ও স্ত্রীয়ের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে বিরোধ লেগেছিল। প্রায়দিনই তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। স্বামীর সেখ জামিরুল ইসলাম আরবে ফার্নিচার মিস্ত্রির কাজ করে। দু’তিন বৎসর অন্তর সে বাড়িতে আসে। মূলত সম্পতি নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এক সপ্তাহ আগে সেখ জামিরুল আরব থেকে বাড়িতে ফিরে। কাল রাতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের বিবাদ সৃষ্টি হয়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় বলে পরিবার সূত্রে খবর।

East Midnapur News: প্রকাশ্যে মেয়ের স্কুলের সামনে মায়ের বুকে ছুরি বসাল বাবা! অভিযুক্ত পুলিশকর্মী
পুলিশের ধারণা, বিবাদ চলাকালীন জামিরুল তাঁর স্ত্রী রোজিনা বিবির মাথায় সামনে পড়ে থাকা বাঁশ দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোজিনা বিবির। তারপর চম্পট দেয় জামিরুল। ঘটনার কোলাহলে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা দেখেন, রোজিনা বিবির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোলাঘাট থানায় (Kolaghat Police Station)। রাত্রি প্রায় একটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। রোজিনার মৃতদেহ উদ্ধার করে কোলাঘাট থানায় নিয়ে যাওয়ায় হয়। সেখান থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত জামিরুল এর খোঁজে তল্লাশি শুরু করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Nadia News : ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হরিণঘাটায়, কারণ ঘিরে রহস্য
হলদিয়ায় গৃহবধূ হত্যার রেশ কাটতে না কাটতেই আরেকটি বধূ হত্যার খবর কোলাঘাটে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়ার (Haldia) ভবানীপুর থানার বাঁশখানা জালপাই এলাকায় টুম্পা ঘোষ নামে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত মহিলা ভগবানপুর থানার কোটলাউড়ির বাসিন্দা। এই ঘটনার মূলচক্রী পশ্চিম মেদিনীপুরের সবং থানার খরিকার বাসিন্দা সঞ্জয় মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে, বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *