poulomi.nath | EiSamay.Com | Updated: 22 Nov 2022, 2:21 pm
সদ্যই মুক্তি পেয়েছে উঁচাই। ছবিতে রয়েছে তিন হেভিওয়েট তারকা। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুপম খের (Anupam Kher) এবং বোমান ইরানি (Boman Irani) অভিনীত এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সদ্যই। সেখানে উপস্থিত ছিলেন ৫০০ জনেরও বেশি ভারতীয় সেনা।