poulomi.nath | EiSamay.Com | Updated: 22 Nov 2022, 7:05 pm
২৫ নভেম্বর (25th November) মুক্তি পেতে চলেছে ভেড়িয়া (Bhediya)। ছবির প্রমোশনে (Promotion) সারা দেশের নানান জায়গায় ছুটে বেড়াচ্ছে বরুণ ধওয়ান (Varrun Dhawan) ও কৃতী শ্যানন (Kriri Sanon)। এদিন শহর কলকাতায় প্রমোশনের জন্য আসেন এই বলিউডের তারকা জুটি। ধর্মতলায় (Dharmatala) ট্রামে করে ঘুরলেন তাঁরা আর যেতে যেতে দর্শকদের হাত নাড়তে দেখা গেলো তাদের। তারপর জনসাধারণের মধ্যে মিশে গিয়ে ফটো তোলেন তাঁর ভক্তদের সাথে।