Vicky Kaushal : ‘শ্যাম বাহাদুর’-এর শুটিংয়ের জন্য শহরে ভিকি, সারাদিন কী করলেন অভিনেতা? – vicky kaushal at barrackpore army camp for the shooting of upcoming film sam bahadur


শহরে বলিউড স্টার ভিকি কৌশল (Vicky Kaushal)। ব্যারাকপুরের (Barrackpore) সেনা ছাউনিতে (Army Camp) আসেন এই বলি তারকা। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবির শুটিং হবে কলকাতার ফোর্ট উইলাম ও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়।

 

Vicky
ছবি সৌজন্য : Instagram/vickykaushal09

হাইলাইটস

  • নতুন ছবির শুটিংয়ের জন্য কলকাতায় পা রেখেছেন ভিকি কৌশল
  • শুটিংয়ের জন্য মঙ্গলবার ব্যারাকপুরের সেনা ছাউনিতে পৌঁছন তিনি
  • সেখানে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা
Vicky Kaushal In Barrackpore : শহরে বলিউড স্টার ভিকি কৌশল (Vicky Kaushal)। নতুন ছবির শুটিংয়ের জন্য এদিন ব্যারাকপুরের (Barrackpore) সেনা ছাউনিতে (Army Camp) আসেন এই বলি তারকা। সিনে মহলের খবর অনুযায়ী, আগামী এক সপ্তাহ কলকাতার আশপাশেই দেখা যাবে তাঁকে। মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবির শুটিং হবে কলকাতার ফোর্ট উইলাম ও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায়। আর তাই আপাতত সাতদিনের জন্য ‘সিটি অফ জয়’ই ঠিকানা ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এর মেজর বিহানের।Vicky Kaushal : এক সপ্তাহ কলকাতায় ভিকি কৌশল, কোথায় গেলে দেখা মিলবে তারকার?
শ্যাম বাহাদুরের শুটিং করতে শহরে ভিকি
জানা গিয়েছে, ব্যারাকপুরের সেনা ছাউনিতে পরিচালক মেঘনা গুলজারের ছবি ‘শ্যাম বাহাদুর’ এর শুটিং করতেই আসেন অভিনেতা ভিকি কৌশল। সোমবারই কলকাতায় এসেছেন ‘রাজি’ র মুখ্য অভিনেতা ইকবাল সায়েদ। আর তারপরই এদিন সিনেমার শুটিংয়ের জন্য ব্যারাকপুরের সেনা ছাউনিতে পা রাখেন ভিকি। অভিনেতার শুটিং ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ব্যারাকপুর সেনা ছাউনি চত্বর। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও জনতা জনার্দন কবেই বা কোনও নিষেধ মেনেছেন, পছন্দের তারকাকে একঝলক দেখার জন্য কোনও বিধিনিষেধের তোয়াক্কা না করেই তাঁরা পৌঁছে যান সেই এলাকায়৷ আর এবারও তার ব্যতিক্রম হয়নি৷ তাই ‘সঞ্জু’ ছবির কমলেশকে একবার চোখের দেখা দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন রাস্তার ধারে। তবে বলিউড স্টারের দেখা এখনও কেউ পাননি স্থানীয় বাসিন্দারা। ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে শুটিং হওয়ার কারণেই সেভাবে নজরে পড়ছে না বলেই জানান স্থানীয় বাসিন্দারা।Katrina Kaif : উঁকি মারছে বেবি বাম্প? ভিকি ঘরণী ক্যাটরিনার ছবি প্রকাশ্যে আসতেই শুরু জল্পনা
কলকাতার শুটিং শেষ করেই উটিতে যাবনে ভিকি
সিনে মহল সূত্রে খবর, ২২ থেকে ২৪ নভেম্বর ব্যারাকপুর সেনা অফিসারের বাংলোতে ছবির কিছু দৃশ্যের শ্যুটিং করবেন ভিকি। সেই বাংলোর ভিতরেই সেট বানিয়ে নানা রকমের আলোর ব্যবহার করেই চলবে শুটিং। টানা কয়েকদিন এখানে থেকেই শুটিং করতে পারেন ভিকি বলে জানা গিয়েছে। আরও খবর, শেষ দিনের শুটিং হওয়ার কথা রয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে। কলকাতার শুটিং শেষ করেই বলিউড সুপারস্টার ভিকি কৌশল সোজা উড়ে যাবেন উটিতে। সেখানেও ছবির কিছু অংশের শুট করবেন বলে জানা গিয়েছে।Drishyam 2 Success : বক্স অফিসের হাল ফেরানোর ‘টনিক’, দৃশ্যমের ‘থার্ড ইনস্টলমেন্ট’-এর ইঙ্গিত অজয়ের!
ইতিমধ্যেই ভিকি কৌশলের বেশ কয়েকটি সিনেমা হিট হওয়ার কারণে নতুন প্রজন্মের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এক পলকের জন্য ভিকিকে দেখতে বহু অনুরাগী এদিন ভিড় জমিয়েছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট চত্বরে। কিন্তু কোনওভাবেই নিরাপত্তা পেরিয়ে ভিকির দেখা না মেলায় হতাশ হয়েই ফিরতে হয় তাঁদের৷ কিন্তু এখনও আরও কয়েকদিন তাঁদের হাতে আছে, ফলে ‘সরদার উধম’ কে একবার দেখতে ফের তাঁরা ভিড় জমাতেই পারেন ব্যারাকপুরে৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *