Winter Update Today : এক ধাক্কায় পারদ পতন, শহরজুড়ে শীতের মরশুম – weather update temperature in kolkata falls by two degrees


শহরজুড়ে শীতের মরশুম। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মোতাবেক মঙ্গলবার সকালেই এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি পারদ পতন হল কলকাতা শহরে। সোমবার যেখানে শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়, মঙ্গলে সেখানে তিলোত্তমার তাপমাত্রা নেমে দাঁড়াল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে নভেম্বরের শেষদিকে কনকনে ঠান্ডার জন্য প্রস্তুত শীতপ্রিয় বাঙালি। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Kolkata Winter Temperature : ২৪ ঘণ্টার মধ্যেই পারদ পতন, মঙ্গলেই জাঁকিয়ে শীত কলকাতায়?
নভেম্বরেই কনকনে ঠান্ডা?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও শীত থিতু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ফলে জাঁকিয়ে শীতের জন্য আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। তবে নভেম্বরের শেষে খানিকটা পারদ পতনের জন্য শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়াই থাকবে শহরজুড়ে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় অব্যাহত থাকবে পারদ পতন।চলতি সপ্তাহ থেকে ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনা শহরে। স্বাভাবিকের নীচে নামবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অনেকটাই কমবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখা যাবে কুয়াশা। শিশিরও পড়তে দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। সেখানেও জাঁকিয়ে ঠান্ডা কেবলমাত্র সময়ের অপেক্ষা। আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Winter Season : আগামী সপ্তাহে ফের কনকনে ঠান্ডা, কবে থেকে জাঁকিয়ে শীত? জবাব হাওয়া অফিসের
ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে

এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে সুস্পষ্ট হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ দক্ষিণ ভারত অভিমুখী। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তি বাড়াবে। এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে আছড়ে পড়বে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি, তুষারপাত উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। বুধ, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমবে সেখানে। আন্দামান ও দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ুতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তামিলনাড়ু ছাড়াও অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *