'মাংস চাই ৬ পিস, লাগবে মোবাইলও', জেলে বসে একের পর এক 'হুকুম' পার্থর!



 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত শহরের প্রসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের। জেল হেফাজতে নাকি হরেক রকম দাবি জানাচ্ছেন পার্থ। সূত্রের খবর, খাবার থালায় মাছ-মাংস থেকে শুরু করে মোবাইল ফোনের আবদারও রয়েছে সেই তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে জেরবার জেলকর্মীরা। কেবল খাবারের আবাদার নয়, পার্থর স্নানের লম্বা সময় নিয়ে বিরক্ত তারা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *