Aindrila Sharma: ‘তাড়াতাড়ি চলে আয় বোনু’, কাতর আর্তি ঐন্দ্রিলার দিদির – aindrila sharma sister shares a pre death vedio clip of hospital


সবাইকে কাঁদিয়ে ২০ নভেম্বর (20th November) চিরবিদায় নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। চোখের জল পড়েনি শুধুমাত্র তাঁর ভালোবাসার মানুষ সব্যসাচীর (Sabyasachi Chowdhury) চোখ দিয়ে। তিনি যে শোকে পাথর হয়ে গিয়েছেন। আদরের ছোট বোনকে হারিয়ে কতটা একা হয়ে পড়েছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য? সোশ্যাল মিডিয়া থেকে সব্যসাচী বিদায় নিলেও, ঐশ্বর্য কিন্তু আছেন। আর সেই সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করেছেন বোনকে হারানোর যন্ত্রণা, তাকে ফিরে পাওয়ার কাতর আর্তি। পর পর দুটি পোস্ট করেছেন ঐশ্বর্য। একটি ঐন্দ্রিলার হাসপাতালের ভিডিয়ো। এবং অন্যটি তাঁর সঙ্গে তোলা একটি ছবি। আর দুটি ভিডিয়োর সঙ্গে যে বার্তা পোস্ট করেছেন, তাতে আরও একবার চোখের জলে ভাসছেন ঐন্দ্রিলার ভক্তরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *