আজ রাজ্যের পূর্ণ সময়ের রাজ্যপাল (West Bengal Governor ) হিসেবে শপথ নেবেন সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবারই কলকাতায় আসেন রাজ্যপাল।
হাইলাইটস
- পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ, বুধবার শপথ নেবেন সিভি আনন্দ বোস।
- আনন্দ বোসকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
- সূত্রের খবর, শিগ্গিরই আনন্দ বোস দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-পর্ব সেরে আসবেন।
তবে নতুন রাজ্যপাল আগেই ইঙ্গিত দিয়েছেন, কারও উত্তরসূরি হিসেবে নন, তিনি নিজের স্টাইলেই চলবেন। কিন্তু গত বছর রাজ্যে বিধানসভা ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ওঠার পর দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায় পাঠিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বে। সেই দলের সদস্যদের তালিকায় নাম ছিল অবসরপ্রাপ্ত আইএএস আনন্দ বোসেরও।
জগদীপ ধনখড় উপ-রাষ্ট্রপতি হওয়ার পর মেঘালয়ের রাজ্যপাল লা গণেশনকে অস্থায়ী ভাবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাজ্যে পাঠানো হয়েছিল। বিতর্ক দূরের কথা, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব ঠারেঠোরে একাধিক বার বিরক্তিও প্রকাশ করেছেন। ৭১ বছর বয়সি মালয়ালি, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আনন্দ বোসের প্রশাসক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে। কেন্দ্রীয় সরকারের সচিব হিসেবে তিনি কাজ করেছেন। রাজ্যের মুখ্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মেঘালয় সরকারের উপদেষ্টা পদেও তিনি কাজ করেছিলেন। সূত্রের খবর, শিগ্গিরই আনন্দ বোস দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-পর্ব সেরে আসবেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ