চলতি বছরের ডিসেম্বর মাসেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ক্যানসার রোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। গোটা উত্তরবঙ্গের জন্য ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত তৈরি হতে চলেছে বলে মত জেলা স্বাস্থ্য আধিকারিকদের।
হাইলাইটস
- রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসানো হল ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক দুটি মেশিন।
- ডিসেম্বর মাস থেকেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হতে চলছে ক্যানসার চিকিৎসা।
- গোটা উত্তরবঙ্গের জন্য ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত তৈরি হতে চলেছে।
চলতি বছরের ডিসেম্বর মাসেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College & Hospital) চালু হচ্ছে ক্যানসার রোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডিসেম্বর মাস থেকে ট্রমা কেয়ার ইউনিটে ‘ক্যানসার হাব’ চালুর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটিই উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যানসার হাব। রোগীদের নিয়মিত রেডিওথেরাপি (Radiotherapy) ও কেমো দেওয়া হবে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই। শুধুমাত্র মালদা জেলার ক্যানসার রোগে আক্রান্ত রোগীরা নয় এই পরিষেবা চালু হলে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের রোগীরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College & Hospital) সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত ট্রমা কেয়ার ভবনের একাংশ জুড়ে তৈরি করা হয়েছে ক্যানসার ইউনিট। প্রথম ও দ্বিতীয় তলে রয়েছে ক্যানসার রোগের চিকিৎসা পরিকাঠামো ও রোগীদের থাকার ব্যবস্থা। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের প্রথম সরকারি কোন হাসপাতালে অত্যাধুনিক সিটি সিমুলেটর ও লিন্যাক মেশিন বসানো হয়েছে। ক্যানসার রোগের সিটিস্ক্যান ও রেডিও থেরাপি দেওয়ার জন্য ব্যবহৃত হয় এই দুটি অত্যাধুনিক মেশিন। আধুনিক এই দুটি মেশিন আপাতত অন্য কোনও সরকারি হাসপাতালে নেই।
বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College & Hospital) ক্যানসার রোগীদের কেমো দেওয়া হয়। তবে রেডিও থেরাপি দেওয়ার কোন পরিকাঠামো ছিল না। ট্রমা কেয়ার ভবনে ক্যানসার হাব চালু হলে সমস্ত পরিষেবা পাবেন রোগীরা। মেডিক্যাল কলেজের ক্যানসার বিভাগের মোট ছয় জন চিকিৎসক রয়েছেন। সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে ক্যানসার হাবে। রেডিও থেরাপি চালানোর জন্য সংশ্লিষ্ট দফতরের অনুমতি ও মিলে গিয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দু’জন রয়েছেন। এছাড়াও আরএমও পদে চিকিৎসা রয়েছেন। পরিষেবা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। তবে আগামী দিনে ক্যানসার চিকিৎসার জন্য আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে। ক্যানসার আক্রান্তদের এখন থেকে মালদা মেডিকেল কলেজ থেকেই নিয়মিত ভাবে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ