যানজট নিয়ন্ত্রণ (Traffic Jam) করতে গিয়ে বাইক চালকের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। অভিযোগ, মারধরের পাশাপাশি ওই সিভিক ভলান্টিয়ারকে গালিগালাজও করা হয়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার (Samserganj Police Station) কাকুরিয়া মোড়ের ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

হাইলাইটস
- যানজট নিয়ন্ত্রণকরতে গিয়ে বাইক চালকের হাতে আক্রান্ত সিভিক ভলান্টিয়ার
- সিভিক ভলান্টিয়ারকে মারধরের পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ
- এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
ঠিক কী হয়েছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে কাকুরিয়ায় ডিউটি করছিলেন সিভিক ভলান্টিয়ার শাহাদাত হোসেন। এদিকে সকাল থেকেই সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু, সেই পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় তাঁকে। অভিযোগ, যানজট নিয়ন্ত্রণ করার সময় বচসায় জড়িয়ে ওই সিভিক ভলান্টিয়ারের উপর হামলা চালায় এক বাইক চালক। গালিগালাজের পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ। এদিকে এই ঘটনার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই বাইক আরোহী। যদিও পরবর্তী সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার নিন্দা করেছেন স্থানীয়রা
এই ঘটনা প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, “আমি ট্রাফিক সামলাচ্ছিলাম। সেই সময় আচমকা আমার সামনে এসে এক ব্যক্তি গালিগালাজ করতে শুরু করেন। এমনকী, আমাকে মারধরও করেন। এরপর কোও কিছু বুঝে ওঠার আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। আমার মুখে ও শরীরের বিভিন্ন প্রান্তে আঘাত করা হয়েছে।” এই ঘটনার নিন্দা করেছেন এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, “এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। এটা ঠিক নয়। একজন সিভিক ভলান্টিয়ারও আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ফলে তাঁদের মারধর করা কখনও ঠিক নয়। এতে আমাদেরই ক্ষতি হবে। প্রশাসনের উচিত এই বিষয়ে গুরুত্ব দেওয়া।”
কয়েক দিন আগে চন্দননগর কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) স্পেশাল ব্রাঞ্চের এক সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন মদপ্য যুবকদের বিরুদ্ধে। জখম সিভিক ভলান্টিয়ারের নাম বিকাশ সিং। চন্দননগর থানার অভিযোগ দায়ের করেছিলেন সিভিক ভলান্টিয়ারের বাবা রঞ্জিত সিং। মানকুণ্ডু মহাডাঙা এলাকায় তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। সিভিক ভলান্টিয়ার বিকাশ সিংকে গুরুতর অবস্থায় চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
