Dilip Ghosh : ‘মিষ্টি খাইয়ে লাভ নেই, অভিজ্ঞতা কাজে লাগালেই হল’, রাজ্যপালের শপথগ্রহণ নিয়ে মন্তব্য দিলীপের – dilip ghosh comment over the gifts given by state government to governor cv ananda bose


নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

 

হাইলাইটস

  • বুধবার রাজ্যপাল হিসেবে শপথ নেন সি ভি আনন্দ বোস
  • রাজ্যপালকে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • মিষ্টি পাঠানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
West Bengal News : পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে বুধবার শপথ নেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে রাজ্যপালকে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। এমনকী, মুখ্যমন্ত্রীর প্রশংসাও করতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। যদিও আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কের কথা কারও অজানা ছিল না। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “আমরা চাইব এরকম একজন বিদ্বান, দূরদর্শী মানুষকে আমরা রাজ্যপাল হিসেবে পেয়েছি। তাঁর যোগ্যতা অভিজ্ঞতা সেটা যেন পশ্চিমবঙ্গ সরকার কাজে লাগায়। মানুষের জন্য মনে হয় কিছু পরিবর্তন হয়েছে। মিষ্টি খাইয়ে লাভ নেই। সরকার যে চলছে সরকার যেন নিয়ম-নীতির মধ্যে চলে।” কিন্তু, ধনখড় জমানার কি অবসান ঘটল? এ প্রসঙ্গে তিনি বলেন, “জমানা পালটাতেই থাকে। এটাই গণতন্ত্র, এটাই রাজনীতি। পরিবর্তন হতেই থাকে কিন্তু পরিবর্তনটা যেন ভালোর দিকে হয়।”CV Ananda Bose : মমতায় শ্রদ্ধা আনন্দ বোসের, মানতে চান রাজ্যের পরামর্শ
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, “আমরা এখনও চারটে টার্ম থাকব। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়।” এ প্রসঙ্গে তিনি বলেন, “পার্টিটাই যদি টার্মে না থাকে কে কোন টার্মে থাকবে। যে ভাবে বোমা, বন্দুক চলছে যেভাবে নেতাদের মধ্যে মারামারি, গালাগালি হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ কি ভুল করেছে এবারে এদের ভোট দিয়ে তিন বারেই মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ বোমা, বন্ধুক ও দুষ্কৃতকারীতে ছেয়ে গিয়েছে। ওটাই খবর টিভি দেখতে ইচ্ছে করে না, পেপার পড়তে ইচ্ছে করেনা। কারণ কোনও ভালো খবর থাকে না। দেখা যাক ডিসেম্বর আসুক তারপরে দেখা যাক।”Dilip Ghosh : ‘…দম থাকলে নিজের পয়সায় সিকিউরিটি রাখুক!’ অভিষেককে আক্রমণ দিলীপের
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। মঙ্গলবার মালদায় বোমা ফেটে জখম হয় দুই শিশু। আর আগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বোমা ফেটে জখম হয়েছেন অনেকেই। মিনাখাঁয় এক নাবালিকার মৃত্যুও হয়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “প্রত্যেক জেলায় হচ্ছে। বোমা বিস্ফোরণটা এখন আর কোনও খবর নয়। ওটা সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। মানুষের সয়েও যাবে ধীরে ধীরে। যার কপালে আছে বাঁচবে যার নেই সে যাবে, এভাবেই চলবে।”West Bengal New Governor : পূর্বসূরি ধনখড়ের পথেই হাঁটবেন নয়া রাজ্যপাল, আশাবাদী শুভেন্দু
এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। একাধিক জেলায় প্রচার করবেন তিনি। পাশাপাশি একাধিক তৃণমূল বিধায়কও তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “উনি তো মাঝে মধ্যে আসেন অনেক নেতা, নেত্রী অনেক অভিনেত্রী অভিনেতা যাঁদের দেখাই যায় না। তবুও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে আসেন। খোঁজখবর নিচ্ছেন, তাঁদের ভালো-মন্দ বোঝার চেষ্টা করছেন। বিধায়কদের যোগদান নিয়ে অপেক্ষা করছি আমরা। কি হয়। সত্যিই এই নিয়ে বলার কি আছে। ভবিষ্যৎ বাণী সবাই করতে পারে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *