নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
হাইলাইটস
- বুধবার রাজ্যপাল হিসেবে শপথ নেন সি ভি আনন্দ বোস
- রাজ্যপালকে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মিষ্টি পাঠানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, “আমরা এখনও চারটে টার্ম থাকব। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেয়।” এ প্রসঙ্গে তিনি বলেন, “পার্টিটাই যদি টার্মে না থাকে কে কোন টার্মে থাকবে। যে ভাবে বোমা, বন্দুক চলছে যেভাবে নেতাদের মধ্যে মারামারি, গালাগালি হচ্ছে। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ কি ভুল করেছে এবারে এদের ভোট দিয়ে তিন বারেই মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ বোমা, বন্ধুক ও দুষ্কৃতকারীতে ছেয়ে গিয়েছে। ওটাই খবর টিভি দেখতে ইচ্ছে করে না, পেপার পড়তে ইচ্ছে করেনা। কারণ কোনও ভালো খবর থাকে না। দেখা যাক ডিসেম্বর আসুক তারপরে দেখা যাক।”
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। মঙ্গলবার মালদায় বোমা ফেটে জখম হয় দুই শিশু। আর আগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বোমা ফেটে জখম হয়েছেন অনেকেই। মিনাখাঁয় এক নাবালিকার মৃত্যুও হয়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “প্রত্যেক জেলায় হচ্ছে। বোমা বিস্ফোরণটা এখন আর কোনও খবর নয়। ওটা সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। মানুষের সয়েও যাবে ধীরে ধীরে। যার কপালে আছে বাঁচবে যার নেই সে যাবে, এভাবেই চলবে।”
এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। একাধিক জেলায় প্রচার করবেন তিনি। পাশাপাশি একাধিক তৃণমূল বিধায়কও তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “উনি তো মাঝে মধ্যে আসেন অনেক নেতা, নেত্রী অনেক অভিনেত্রী অভিনেতা যাঁদের দেখাই যায় না। তবুও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে আসেন। খোঁজখবর নিচ্ছেন, তাঁদের ভালো-মন্দ বোঝার চেষ্টা করছেন। বিধায়কদের যোগদান নিয়ে অপেক্ষা করছি আমরা। কি হয়। সত্যিই এই নিয়ে বলার কি আছে। ভবিষ্যৎ বাণী সবাই করতে পারে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ