East Medinipur News : মন্দারমণি ও পটাশপুরে জোড়া মৃতদেহ উদ্ধার, মৃত্য়ুর কারণ নিয়ে ধন্দে পুলিশ – two dead bodies recovered from mandarmani and patashpur in east medinipur


West Bengal News জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷ বুধবার পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার পটাশপুর (Patashpur) দু’ নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিকাশ দে, বয়স ২০ বছর৷ বিকাশ এগরা থানার (Egra Police Station) কৈথড় এলাকার বাসিন্দা৷ মৃত যুবক পেশায় দিনমজুরের কাজ করতেন৷ আরও জানা গিয়েছে, ওই যুবক এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন৷ পরশুদিন পরিবারের তরফে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ আর আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷

Nadia News : ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হরিণঘাটায়, কারণ ঘিরে রহস্য
এদিকে, পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-মন্দারমণি কোস্টাল থানার (Digha-Mandarmani Coastal Police Station) অধীনে কালা কাঠপুল বাজারের কাছে ঘন জঙ্গলের মধ্যে খালের ধারে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হল৷ স্থানীয়রা খালের ধারে কাঁকড়া ধরতে যাওয়ার সময় গভীর জঙ্গলে এই মৃতদেহ দেখতে পান। পরে দিঘা-মন্দারমণি কোস্টাল থানায় খবর দেন তাঁরা। দুটো মৃতদেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

জোড়া মৃতদেহ উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমণি ও পটাশপুর (Mandarmani And Patashpur) এলাকায়৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হঠাৎ বিকাশের দাদা সুভাষ দে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে জঙ্গলের কাছে ভাইয়ের সাইকেল পড়ে থাকতে দেখেন৷ এরপরই সন্দেহ হওয়ায় খালপাড় এলাকায় এসে খোঁজাখুঁজি করতেই সেখানে ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বলে দাবি। খালপাড়ের জঙ্গলে ওই জায়গায় এনে শরীরের উপরের কিছুটা অংশ অভিযুক্তরা পুড়িয়ে দেয় বলেও দাবি৷ এই ঘটনা জানতে পেরে পটাশপুর থানায় (Potashpur Police Station) খবর দেন মৃত যুবকের দাদা৷ পটাশপুর ও এগরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷

School Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়ার উলটে গেল স্কুল বাস, আহত ৩৪ পড়ুয়া
পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটেরও চেষ্টা করা হয়েছে৷ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে কে বা কারা কী উদ্দেশ্যে খুন করে থাকতে পারে, তা নিয়ে ধন্দে পুলিশ৷ তবে মৃত যুবকের দাদা সুভাষ দে বলেন, ‘‘আমি BJP করি বলে রাজনৈতিক হিংসায় আমার ভাইকে খুন করা হয়েছে৷’’ কৈথড় গ্রামের বাসিন্দা রতনেশ আচার্যর দাবি, ১৭ তারিখ মেলা দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরহয়৷ এরপর থেকে নিখোঁজ ছিল৷ মৃতদেহ দেখেই বোঝা যাচ্ছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ তদন্ত করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷

Howrah Road Accident : উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর
এদিকে, এদিনই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-মন্দারমণি কোস্টাল থানার অধীনে কালা কাঠপুল বাজারের কাছে ঘন জঙ্গলের মধ্যে খালের ধারে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ স্থানীয় বাসিন্দারা খালের ধারে কাঁকড়া ধরতে যাওয়ার সময় গভীর জঙ্গলে এই মৃতদেহ দেখতে পেয়ে দিঘা-মন্দারমণি কোস্টাল থানায় খবর পাঠান৷ মৃতদেহের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের৷ কেউ বা কারা তাকে খুন করে মৃতদেহটি দু’-তিন দিন আগে খালের ধারে ফেলে দিয়ে গিয়েছে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের৷ যদিও এখনও এই যুবকের পরিচয় জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *