Girish Mancha Fire : দর্শকাসনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গিরিশ মঞ্চে নাটকের শো চলাকালীন আগুন ঘিরে তীব্র আতঙ্ক – girish mancha at kolkata catches fire during theatre show justice abhijit gangopadhyay was among spectators


নাটক চলাকালীন কলকাতার গিরিশ মঞ্চে অগ্নিকাণ্ড (Girish Mancha Fire)। আচমকাই এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় ওই প্রেক্ষাগৃহে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা গিরিশ মঞ্চ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। আতঙ্কে প্রেক্ষাগৃহের বাইরে রাস্তায় বেরিয়ে আসেন দর্শক থেকে শুরু করে নাটকের কলাকুশলীরা। এদিকে দর্শকাসনেই ছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) এবং বিচারপতি বিশ্বজিৎ বসু। হঠাৎ আগুন লাগায় তাঁরাও হতচকিত হয়ে পড়েন। জানা গিয়েছে, তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গিরিশ মঞ্চ চত্বরে।

SSKM Hospital Fire : এসএসকেএম হাসপাতালে বড়সড় আগুন, বন্ধ জরুরি বিভাগ
নাটকের শো চলাকালীন গিরিশ মঞ্চে আগুন

গিরিশ মঞ্চে বুধবার সন্ধ্যার শোতে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। সে সময়ই মঞ্চের একপাশের দরজায় আগুন লাগে বলে জানিয়েছেন দর্শকাসনে থাকা প্রত্যক্ষদর্শীরা। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা নাটকের মঞ্চ এবং প্রেক্ষাগৃহ। ভয়ে আর আতঙ্ক হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে সকলেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন। রাস্তায় লোক জড়ো হয়ে যায়। দমকলের কর্মীরাও নিরাপদে ভিতরে থাকা সমস্ত দর্শক এবং কলাকুশলীদের বের করে আনতে সক্ষম হন। আপাতত দমকলের কর্মীরা ছাড়া ভিতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। সে সময় মঞ্চে যে অভিনেতারা ছিলেন, তাঁরাও দরজার পাশে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

Sealdah Station : শিয়ালদা স্টেশনের বাইরে পুলিশের গাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায়
দর্শকাসনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দর্শকাসনে থাকা কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) এবং বিচারপতি বিশ্বজিৎ বসুকেও নিরাপদে প্রেক্ষাগৃহ থেকে বের করে নিয়ে আসা হয়। দু’জনেই জানান, বাইরে অপেক্ষা করবেন। দমকল কর্মীরা এবং পুলিশ যদি আগুন নিয়ন্ত্রণে আসার পর যদি পুনরায় নাটক শুরুর অনুমতি দেন, তবে তাঁরা আবার প্রেক্ষাগৃহে ফিরে যাবেন। নাটক দেখে তবেই ফিরবেন বলেও জানান দুই বিচারপতি।

SSKM Hospital Fire: আগুন নিভলেও কাটছে না আতঙ্ক, X-ray মেশিন থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা
এদিকে, মাত্র কয়েকদিন আগেই কলকাতার অন্যতম বড় সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ বড়সড় আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের ৯টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগেছিল এমারজেন্সি বিল্ডিংয়ের দ্বিতীয় তলে এক্স-রে এবং রেডিওলজি বিভাগে। ঘটনায় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *