নাটকের শো চলাকালীন গিরিশ মঞ্চে আগুন
গিরিশ মঞ্চে বুধবার সন্ধ্যার শোতে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। সে সময়ই মঞ্চের একপাশের দরজায় আগুন লাগে বলে জানিয়েছেন দর্শকাসনে থাকা প্রত্যক্ষদর্শীরা। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা নাটকের মঞ্চ এবং প্রেক্ষাগৃহ। ভয়ে আর আতঙ্ক হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে সকলেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন। রাস্তায় লোক জড়ো হয়ে যায়। দমকলের কর্মীরাও নিরাপদে ভিতরে থাকা সমস্ত দর্শক এবং কলাকুশলীদের বের করে আনতে সক্ষম হন। আপাতত দমকলের কর্মীরা ছাড়া ভিতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। সে সময় মঞ্চে যে অভিনেতারা ছিলেন, তাঁরাও দরজার পাশে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
দর্শকাসনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
দর্শকাসনে থাকা কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) এবং বিচারপতি বিশ্বজিৎ বসুকেও নিরাপদে প্রেক্ষাগৃহ থেকে বের করে নিয়ে আসা হয়। দু’জনেই জানান, বাইরে অপেক্ষা করবেন। দমকল কর্মীরা এবং পুলিশ যদি আগুন নিয়ন্ত্রণে আসার পর যদি পুনরায় নাটক শুরুর অনুমতি দেন, তবে তাঁরা আবার প্রেক্ষাগৃহে ফিরে যাবেন। নাটক দেখে তবেই ফিরবেন বলেও জানান দুই বিচারপতি।
এদিকে, মাত্র কয়েকদিন আগেই কলকাতার অন্যতম বড় সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ বড়সড় আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের ৯টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগেছিল এমারজেন্সি বিল্ডিংয়ের দ্বিতীয় তলে এক্স-রে এবং রেডিওলজি বিভাগে। ঘটনায় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।