Howrah Road Accident : উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর – three persons lost life for bike accident in uluberia highway


West Bengal News জাতীয় সড়কের ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে মৃত্যু হল তিন বাইক আরোহীর। মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ায় ১৬ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সেখ মমতাজুল (২৫), সেখ বাবর আলি (২৪) এবং সেখ সরিফূল (২৩)। দুর্ঘটনার পর তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Road Accident : নিউটাউন মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার (Uluberia Police Station) জোড়া কলতলার কাছে। জাতীয় সড়কের পাশে থাকা গার্ডওয়ালে ধাকা মেরে ৩ বাইক আরোহী ছিটকে যায়। পুলিশ জানিয়েছে, তিনজনের বাড়ি উলুবেড়িয়া থানার (Uluberia Police Station) নিমদীঘিতে। মঙ্গলবার সন্ধ্যায় তিন যুবক একটি বাইকে চেপে পাঁচলা অভিমুখে যাচ্ছিল। জোড়া কলতলার কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মারে। পুলিশের দাবি, বাইক আরোহীদের কারও মাথায় কোনও হেলমেট ছিল না। তিনজনেই রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে (Uluberia Medical College & Hospital) নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তিন যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

South Dinajpur News : কুশমণ্ডিতে যাত্রী বোঝাই অটোতে ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত ২
মাস খানেক আগে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়াকলতলায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা ও মেয়ের। সে বার মৃতদেহ আটকে রেখে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সপ্তাহ খানেক আগে উলুবেড়িয়া নিমদীঘি মোড়ে ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ২ শিশু সহ এক মহিলার। একের পর এক দুর্ঘটনার জেরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

Udaipur Sea Beach : বেড়াতে গিয়ে বিপত্তি, উদয়পুর সমুদ্রে স্নানে নেমে মৃত্যু ব্যক্তির
স্থানীয়দের অভিযোগ, এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই। কয়েক মাস আগে গত জুলাইয়ে, উলুবেড়িয়াতেই বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ যায় দুজনের।উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে অটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *