
কার্তিকের (Kartik Aaryan) বার্থডে পার্টিতে তারকাদের মেলা। দিশা পটানি (Disha Patani) থেকে অনন্যা পান্ডে (Ananya Panday) গাড়ি থামিয়ে নেমে ঢুকলেন একে একে কার্তিক আরিয়ানের বার্থডে পার্টিতে (Birthday Party)। এছাড়াও নজর কাড়লেন পরিচালক কবীর খান (Kabir Khan) ও অভিনেত্রী মিনি মাথুর, আলায়া ফার্নিচারওয়ালা এবং শর্বরী ওয়াগ। তবে গেস্টদের আনাগোনা থেকে একটা বিষয় স্পষ্ট। কার্তিকের বার্থডে পার্টির থিম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
