
২ ডিসেম্বর (2nd December) মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং অর্জুন চক্রবর্তীর (Arjun Chakrabarty) থ্রিলার ছবি খেলা যখন (Khela Jawkhon)। ছোটপর্দা থেকেই দু’জনের একসঙ্গে যাত্রা শুরু হয়েছিল। পুপে আর গোরার সেই জুটি আজও দর্শকের মনে থেকে গিয়েছে। অর্জুন মিমির কেমিস্ট্রি ফের একবার বড় পর্দায় দেখার সুযোগ করে দিল খেলা যখন। কী বলছেন তাঁরা এই ছবি নিয়ে? শুনে নেব।