Kolkata Temperature Today : আরও নামল তাপমাত্রার পারদ, মেঘ সরলেই জাঁকিয়ে শীত – temperature in kolkata falls west bengal to witness winter soon


আরও খানিকটা কমল তাপমাত্রা। নিম্নচাপের ভ্রুকুটি কেটে যাওয়ায় ধীরে ধীরে উত্তুরে হাওয়ার প্রবেশপথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে চলতি সপ্তাহের শেষেই কনকনে ঠান্ডা পড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ইতিমধ্যেই আলমারি থেকে শীতপোষাক আর কম্বল যে বেরিয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Winter Update Today : এক ধাক্কায় পারদ পতন, শহরজুড়ে শীতের মরশুম
কলকাতার তাপমাত্রা কত?

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা শহরে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯০ শতাংশের কাছাকাছি। হেমন্তের মোলায়েম পরশে ঠান্ডা আমেজে দিয়েই দিন শুরু হচ্ছে শহরবাসীর। সন্ধ্যা হতেই বাতাসে ঠান্ডা আমেজ। আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় ভোরবেলা হিমের পরশও মিলছে। তবে শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে এখনই আনুষ্ঠানিকভাবে শীত পড়ছে না। শীতের উপস্থিতিতে এখনও আরও বেশ খানিকটা সময় বাকি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *