Lottery Ticket : প্রথমবার লটারি কেটেই বাজিমাত, রাতারাতি কোটিপতি নদিয়ার পুলিশকর্মী – a police personnel from nadia become millionaire after win lottery worth 1 crore

 

মাত্র এক টিকিটেই (Lottery Ticket) কেল্লাফতে! ভাগ্য ফেরাতে প্রথমবার লটারি কেটেই কোটিপতি হলেন এক পুলিশকর্মী। মাত্র ১৫০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন তিনি। ভাবতে পারেননি যে প্রথম পুরস্কার তিনিই জিতবেন। ১ কোটি টাকা জেতার পরই সোজা থানায় গিয়ে টিকিটটি সুরক্ষিত জায়গায় রাখেন। যদিও ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে তিনি কী করবেন তা অবশ্য এখনও ভাবেননি।

 

 

lottery

হাইলাইটস

  • নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি কেটেছিলেন এক পুলিশকর্মী
  • লটারিতে 1 কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি হলেন তিনি
  • মাত্র 150 টাকা দিয়ে সেই লটারি কেটেছিলেন
West Bengal News : নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি (Lottery) কেটেছিলেন। আর মাত্র এক টিকিটেই (Lottery Ticket) কেল্লাফতে! ভাগ্য ফেরাতে প্রথমবার লটারি কেটেই কোটিপতি হলেন এক পুলিশকর্মী। মাত্র ১৫০ টাকা খরচ করে টিকিট কেটেছিলেন তিনি। মাত্র ১৫০ টাকা খরচ করে ১ কোটি টাকা (Lottery Price) জিতে নিয়েছেন। তবে প্রথমবার লটারি কেটেই যে তাঁর ভাগ্য বদলে যাবে তা কল্পনাও করতে পারেননি। এদিকে লটারি জেতার পরই তা থানায় গিয়ে জমা দেন। আর প্রথমবার এই টাকা জিতে বেজায় খুশি তিনি।Lottery Ticket : প্রথমবার লটারি কেটেই কোটিপতি মহিষাদলের বিষ্ণু, রাত কাটালেন থানায়
লটারি জিতলেন পুলিশকর্মী
লটারি কেটে কোটি টাকা পেলেন পেশায় পুলিশকর্মী মৃত্যুঞ্জয় বিশ্বাস। নদিয়ার তেহট্টের বাসিন্দা মৃত্যুঞ্জয় কলকাতার খিদিরপুরে কর্মরত। বুধবার সকালে ১৫০ টাকার লটারি টিকিট কাটেন তিনি। ব্যাস তারপরই বাজিমাত। দুপুরবেলা ফল ঘোষণা হতেই কাউন্টার থেকে মৃত্যুঞ্জয় বাবুকে ফোন করে জানানো হয় তিনি কোটি টাকা লটারিতে জিতেছেন। প্রথমে শোনার পর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তবে তারপর বিষয়টি জানতে পেরে খুশিতে ফেটে পড়েন তিনি। বাড়িতে পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন। সঙ্গে সঙ্গে সটান চলে যান তেহটটো থানায়। সেখানে গিয়েই কোটি টাকার লটারি টিকিটটি সুরক্ষিত ভাবে রেখে আসেন।Lottery : ভাগ্যপরীক্ষা! অনুব্রত-বিতর্কের মাঝেই লটারি কিনলেন কুণাল
কী বলছেন মৃত্যুঞ্জয় বিশ্বাস?
লটারি জেতার পর খুশি মৃত্যুঞ্জয়। তিনি বলেন, “অনেককেই দেখি লটারি কাটতে। আমারও ইচ্ছে হয়েছিল। আমার ভাগ্য কতটা ভালো তা যাচাই করে দেখার চেষ্টা করছিলাম। আর তাতেই যে প্রথমবার লটারিতে প্রথম পুরস্কার জিতব তা বুঝতে পারিনি। খুবই ভালো লাগছে।” কী ভাবে এই টাকা খরচ করবেন তিনি? এ প্রসঙ্গে তিনি বলেন, “দেখা যাক কী করি। কোনও না ভালো কাজে লাগাতে তো হবেই। দেখি কী হয়!”Anubrata Mondal : অনুব্রত-ঘনিষ্ঠ আরও দু’জনকে দিল্লি তলব
এদিকে কয়েকদিন আগেই মহিষাদলের (Mahishadal) কাঞ্জনপুর জালপাই এলাকার এক শ্রমিক লটারি জেতেন। তাঁর নাম বিষ্ণুপদ ঘোড়াই। কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় এক টিকিট বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বিষ্ণুপদ। এরপর কাজ সেরে বাড়ি ফেরার পথে জানতে পারেন যে তাঁর টিকিটে এক কোটি টাকা লেগেছে। এক কোটি টাকার লাগার খবর পেয়ে ভয়ে সোজা মহিষাদল থানায় ছুটে যান তিনি। সব বিষয় জানিয়ে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন। সেই মতো পুলিশ নিরাপত্তা দিয়েছিলেন। যতক্ষণ না টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার না হয় ততক্ষণ পুলিশি নিরাপত্তার আবেদন করেছিলেন বিষ্ণুপদ।

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *