Mamata Banerjee : ‘রাজ্যের অর্থনীতি অবরুদ্ধ করার চেষ্টা’, নাম না করে মমতার নিশানায় শুভেন্দু – mamata banerjee slams suvendu adhikari in a meeting at netaji indoor


বুধবার নেতাজি ইন্ডোরের (Netaji Indoor Stadium) সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

mamata final

হাইলাইটস

  • নেতাজি ইন্ডোরের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ মমতার
  • শুভেন্দুর বিরুদ্ধে বাংলাকে আর্থিক ভাবে অবরুদ্ধ করার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী
West Bengal News : কেন্দ্র-রাজ্য ‘সাংবিধানিক’ সম্পর্কে ছেদ ঘটিয়ে দলের মুখাপেক্ষী হয়ে থাকছে কেন্দ্রীয় সরকার (Central Government)। জনগণের স্বার্থে “সরকার, সরকারের সঙ্গে কথা বলে না” বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক ভেদাভেদ সরিয়ে ‘কেন্দ্র-রাজ্য’ সম্পর্কের অবনতির পুরো দোষই তিনি চাপিয়ে দিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়েই। আর তার জন্য রাজ্যেরই কিছু বিরোধী নেতা কাঠি করছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোরের (Netaji Indoor Stadium) সভা থেকে এভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।Mamata Banerjee: ‘ভোটার তালিকায় নাম তুলুন…ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে’, নাগরিকত্ব ইস্যুতে ফের সরব মমতা
কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
বুধবার নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, “দলীয় নেতৃত্বের কথা শুনে সরকার পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার।” এর প্রমাণ হিসেবে কেন্দ্রকে একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চিঠি পাঠানোর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, “দিল্লির সরকারও পারে বাবা! সরকার থেকে সরকার কথা না বলে, পার্টি যা বলে তাই করে। পার্টি যদি বলে সূর্য ওঠেনি, বলবে সূর্য ওঠেনি। পার্টি যদি বলে অন্ধকার, তো অন্ধকার। আরে পার্টি পরে, আগে জনগণ। তুমি জনগণের কাছে দায়বদ্ধ।” তবে আগামী দিনে যে কেন্দ্রীয় সরকারের “শুভবুদ্ধির উদয় হবে” সে আশাও প্রকাশ করেন তিনি। রাজ্যকে যে আর্থিক দিক থেকে সমস্যায় পড়তে হচ্ছে, তার জন্য কি কেন্দ্রের “পায়ে পড়তে হবে” বলে আগে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে, স্টেডিয়াম ভর্তি জনসাধারণের সামনে দাঁড়িয়ে সেই সংকট থেকে বেরিয়ে আসার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “চিন্তা করবেন না, কিছুদিন কষ্ট হবে। কিন্তু, আমরা নিজেরাই, নিজেদের সামলে নেব।” এদিন, ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের আর্থিক অনুদান বন্ধের পাশাপাশি কৃষকদের জন্য সার বরাদ্দ কমিয়ে দেওয়ার ব্যাপারেও কেন্দ্রের দিকে আঙুল তোলার কথা শোনা যায় তাঁর বক্তব্যে।Suvendu Adhikari : ‘অভিযোগ জানাতে আসিনি…’, রাজ্যপালের সঙ্গে একান্তে শুভেন্দু
নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার
একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের “প্রাপ্য” আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরেই আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। সুর চড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। সংঘাতের পিছনে রাজ্যের কিছু বিরোধী নেতা প্রচ্ছন্ন মদত দিচ্ছে বলে মত মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজনীতির নাম করে বাংলাকে বদনাম করে যারা, আর বাংলার নামে প্রতিদিন চিঠি পাঠিয়ে ১০০ দিনের কাজের টাকা দেবেন না, সব বন্ধ করে দিন, অর্থনীতিকে অবরুদ্ধ ব্লক করে দিন, যারা লিখছে এই চিঠিগুলি, তাদের নাম না করে বলি…তাদের নাম বলতেও আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই।”Mithun Chakraborty : ‘…হিসাব দিতে হবে!’ পুরুলিয়ায় পৌঁছে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনলেন মিঠুন
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ অনিয়মের সঙ্গে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করে একাধিকবার কেন্দ্রীয় সরকার, অর্থমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। গত ৩০ সেপ্টেম্বর, ICDS প্রকল্পের টাকা “লক্ষ্মীর ভাণ্ডার”-এ ব্যবহার হচ্ছে বলে চিঠি পাঠান শুভেন্দু। তাঁর আগে ৬ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *