mithun chakraborty had lunch after addressing public rally in purulia


1/5

মিঠুনের পুরুলিয়া সফর

মিঠুনের পুরুলিয়া সফর

মঙ্গলবার কলকাতায় পৌঁছন মিঠুন। বুধবার সকাল সকালই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, রাজভবনে নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য সুকান্ত নিজের সফর বাতিল করেন। তাই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে সঙ্গে নিয়েই পুরুলিয়ায় পৌঁছন মহাগুরু। আর সেই পুরুলিয়া থেকেই পঞ্চায়েত নির্বাচনের আগে প্রথম সভা শুরু করেন তিনি। সভায় উপস্থিত হয়ে তাঁকে তেমন কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি। সেখানে গিয়ে স্থানীয়দের অভাব অভিযোগ শোনেন। তার পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি।

2/5

মিঠুনের মধ্যাহ্নভোজ

মিঠুনের মধ্যাহ্নভোজ

বুধবার দুপুরে সভা শেষ করে মিঠুন সোজা রওনা দিয়েছিলেন জেলায় দলের সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন মিঠুন। ফাল্গুনীর বাড়িতে মিঠুনের জন্য রীতিমতো খাবারের এলাহি আয়োজন করা হয়েছিল।

3/5

মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন

মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন

অবশ্য খুব বেশি পরিমাণে খেতে দেখা যায়নি খাদ্যরসিক মিঠুনকে। সব খাবারই অল্প অল্প করে চেখে দেখেন তিনি। খাবার অল্প করে খেলেও বেশ তৃপ্তি করেই খেয়েছেন বলে জানিয়েছেন ফাল্গুনী। এরপর কে এত সব খাবারের আয়োজন করেছেন তা দলের নেতার কাছে জানতে চান তিনি। তার উত্তরে ফাল্গুনী জানান, তাঁর মা ও বোনেরাই সব রান্না করেছেন। তাঁদের সঙ্গে দেখাও করেন মিঠুন।

4/5

কী কী ছিল মেনুতে?

কী কী ছিল মেনুতে?

খাবারের বেশ প্রশংসাও শোনা গিয়েছে মহাগুরুর মুখে। তাঁর জন্য কী কী আয়োজন করা হয়েছিল? জানা গিয়েছে, বুধবার দুপুরে মহাগুরুর পাতে পড়েছিল সাদা ভাত, মুগের ডাল, লেবু, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, কাতলার কালিয়া, চারা পোনার ঝোল, পোলাও, ফ্রায়েড রাইস, পনিরের তরকারি, দই, পায়েস এবং মিষ্টি।

5/5

স্থানীয়দের সঙ্গে সেলফি

স্থানীয়দের সঙ্গে সেলফি

খাওয়া শেষে স্থানীয়দের আবদার মেনে তাঁদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মিঠুনকে।

Web Title:

mithun chakraborty had lunch after addressing public rally in purulia

(Bangla News from Eisamay , TIL Network)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *