2/5
মিঠুনের মধ্যাহ্নভোজ

বুধবার দুপুরে সভা শেষ করে মিঠুন সোজা রওনা দিয়েছিলেন জেলায় দলের সহ-সভাপতি ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন মিঠুন। ফাল্গুনীর বাড়িতে মিঠুনের জন্য রীতিমতো খাবারের এলাহি আয়োজন করা হয়েছিল।
3/5
মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন

অবশ্য খুব বেশি পরিমাণে খেতে দেখা যায়নি খাদ্যরসিক মিঠুনকে। সব খাবারই অল্প অল্প করে চেখে দেখেন তিনি। খাবার অল্প করে খেলেও বেশ তৃপ্তি করেই খেয়েছেন বলে জানিয়েছেন ফাল্গুনী। এরপর কে এত সব খাবারের আয়োজন করেছেন তা দলের নেতার কাছে জানতে চান তিনি। তার উত্তরে ফাল্গুনী জানান, তাঁর মা ও বোনেরাই সব রান্না করেছেন। তাঁদের সঙ্গে দেখাও করেন মিঠুন।
4/5
কী কী ছিল মেনুতে?

খাবারের বেশ প্রশংসাও শোনা গিয়েছে মহাগুরুর মুখে। তাঁর জন্য কী কী আয়োজন করা হয়েছিল? জানা গিয়েছে, বুধবার দুপুরে মহাগুরুর পাতে পড়েছিল সাদা ভাত, মুগের ডাল, লেবু, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, কাতলার কালিয়া, চারা পোনার ঝোল, পোলাও, ফ্রায়েড রাইস, পনিরের তরকারি, দই, পায়েস এবং মিষ্টি।
5/5
স্থানীয়দের সঙ্গে সেলফি

খাওয়া শেষে স্থানীয়দের আবদার মেনে তাঁদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মিঠুনকে।
mithun chakraborty had lunch after addressing public rally in purulia
(Bangla News from Eisamay , TIL Network)