আজ থেকে ২২ বছর আগে মুক্তি পেয়েছিল প্রসেনজিত ঋতুপর্ণার সুপারহিট ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ (Sasurbari Zindabad)। সেই ছবির রেশ টেনে এবার ‘প্রসেনজিত ওয়েডস ঋতুপর্ণ’ (Prosenjit Weds Rituparna) ছবিটি তৈরি হয়েছে। এই মুহূর্তে তা নিয়েই মেতে টলিউড (Tollywood)। কিন্তু জানেন কি শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামটা কে দিয়েছিলেন? জানালেন প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।