Road Accident : পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, জখম একাধিক – paschim medinipur two road accidents took place on ghatal panskura state highway


West Bengal News বুধবার সাত সকালেই একের পর এক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। ভোরবেলায় দাসপুরে মালবাহী গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তপন কুমার মণ্ডল (৪৩)। অন্যদিকে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে মালবাহী ট্রাক রাজ্য সড়কের পাশে থাকা নয়ন জুলিতে গিয়ে উল্টে যায়। ট্রাকের খালাসি ও চালক সুস্থ রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার (Daspur Police Station) লাউদা এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, হুগলির গোঘাট থানার জয় কৃষ্ণপুর এলাকার বাসিন্দা তপন কুমার মণ্ডল পেশাই পাউরুটি হকার। তিনি আজ ভোর পাঁচটা নাগাদ দাসপুরের এক রুটি বেকারি থেকে পাউরুটি বিস্কুট নিয়ে বাইকে করে ঘাটালের দিকে হকারি করতে যাচ্ছিলেন। তখনই হঠাৎ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের লাউদা এলাকায় একটি মালবাহী গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

Malda Road Accident : মানিকচকে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর, বিক্ষোভ এলাকাবাসীর
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় এক প্রতক্ষ্যদর্শী জানান, “বাইকটি ঘাটালের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। গাড়ি থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন ওই ব্যক্তি। ঘটনাটি লক্ষ্য করে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক গাড়ির তল্লাশি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

Howrah Road Accident : উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৩ বাইক আরোহীর
অন্যদিকে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী ট্রাক। অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা নয়ন জুলিতে গিয়ে পড়ে ট্রাকটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, বর্ধমান থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল একটি পাথর বোঝাই লরি। সেই সময় দাসপুর থানার মামুদপুর এলাকায় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাজ্য সড়কের পাশে থাকা নয়ন জুলিতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনায় স্থানীয় বাসিন্দারা এসে ট্রাক চালক ও খালাসিকে ট্রাক থেকে উদ্ধার করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়।

Road Accident : নিউটাউন মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে দাসপুর থানার পুলিশ। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ভোরে হালকা কুয়াশা থাকার জন্য এবং অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা। ঘটনায় চালক এবং খালাসি দুজনেই সুস্থ রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *