উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদা-বনগাঁ শাখার ১ ও ২ নম্বর রেলগেট এলাকায় দীর্ঘদিন যাবৎ যশোর রোডের বেহাল অবস্থা। সেখান দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় দোকানদাররা বারংবার রেল কর্তৃপক্ষকে জানালেও এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনও ভ্রূক্ষেপ করেনি বলেই দাবি স্থানীয়দের৷ ফলে এখনও কোনও কাজও হয়নি বলেও দাবি। প্রতিবাদে এদিন রেল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হাবড়া নাগরিক মঞ্চের সদস্যরা৷
তাঁদের দাবি, রেলের যে জায়গার ওপর রাস্তা রয়েছে, সেগুলির বেহাল অবস্থা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে। কোনওরকমে মেরামতি করা হলেও, স্থায়ীভাবে সংস্কার করা হয় না। অভিযোগ জানিয়ে বারংবার রেল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ তা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় এদিন বাধ্য হয়ে রেল অবরোধ শুরু করেন নাগরিক মঞ্চের সদস্যরা।
হাবড়ার বাসিন্দা তারক দাস বলেন, “১ ও ২ নম্বর রেলগেটের অবস্থা খুবই খারাপ৷ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন৷ স্কুলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়েই যাতায়াত করে৷ নিত্য দুর্ঘটনা ঘটছে৷ অগাস্ট মাস থেকে জানাচ্ছি রেলকে৷ পুজো পেরিয়ে গেলেও, কাজ হচ্ছে না৷ তারই প্রতিবাদে আমরা যশোর রোডে অবরোধ করেছি৷” তারক চক্রবর্তী নামে আর এক বিক্ষোভকারী বলেন, “১ ও ২ নম্বর রেলগেট সহ যতগুলো রেলের অধীনে রাস্তা রয়েছে, সেগুলো সংস্কারের দায়িত্ব তাদের৷ নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ৷ তবুও রেল কর্তৃপক্ষের টনক নড়ছে না৷ বারবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি৷ যতক্ষণ না রেল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে৷” দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা৷