Sealdah Bangaon Train : রাস্তা সংস্কারের দাবিতে হাবড়া রেলগেটে অবরোধ, ব্যাহত শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল – due to demanding road reform rail and jessore road blockade of habra nagrik manch


West Bengal News বেহাল রাস্তা৷ হাঁটা বা গাড়ি চলাচল দুঃসাধ্য৷ নিত্য দুর্ঘটনা লেগেই থাকে৷ রেল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মেলেনি বলে দাবি৷ প্রতিবাদে বুধবার হাবড়া ১ এবং ২ নম্বর রেলগেটের মধ্যস্থলে যশোর রোডের (Jessore Road) ওপর অবরোধ বিক্ষোভে সামিল হলেন হাবড়া নাগরিক মঞ্চের সদস্যরা (Habra Nagarik Manch)। এদিন যশোর রোডের উপর প্রায় আধ ঘণ্টা অবরোধ করেন তাঁরা৷ যার জেরে ব্যাহত হয় শিয়ালদা-বনগাঁ (Sealda-Bangaon) শাখার রেল পরিষেবা (Rail Services)। যশোর রোড আটকে রাখার ফলে নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার হন। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হাবড়া নাগরিক মঞ্চের সদস্যরা৷

NH 34 Highway : জমির উপযুক্ত দাম দিচ্ছে না সরকার! আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদা-বনগাঁ শাখার ১ ও ২ নম্বর রেলগেট এলাকায় দীর্ঘদিন যাবৎ যশোর রোডের বেহাল অবস্থা। সেখান দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় দোকানদাররা বারংবার রেল কর্তৃপক্ষকে জানালেও এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনও ভ্রূক্ষেপ করেনি বলেই দাবি স্থানীয়দের৷ ফলে এখনও কোনও কাজও হয়নি বলেও দাবি। প্রতিবাদে এদিন রেল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হাবড়া নাগরিক মঞ্চের সদস্যরা৷

Nadia News : টানা ৭ দিন জল শূন্য গোটা গ্রাম! প্রতিবাদে রাস্তায় নামল প্রমীলা বাহিনী
তাঁদের দাবি, রেলের যে জায়গার ওপর রাস্তা রয়েছে, সেগুলির বেহাল অবস্থা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে। কোনওরকমে মেরামতি করা হলেও, স্থায়ীভাবে সংস্কার করা হয় না। অভিযোগ জানিয়ে বারংবার রেল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ তা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় এদিন বাধ্য হয়ে রেল অবরোধ শুরু করেন নাগরিক মঞ্চের সদস্যরা।

West Bengal News : গাজোলে বেহাল রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ, পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি
হাবড়ার বাসিন্দা তারক দাস বলেন, “১ ও ২ নম্বর রেলগেটের অবস্থা খুবই খারাপ৷ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন৷ স্কুলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়েই যাতায়াত করে৷ নিত্য দুর্ঘটনা ঘটছে৷ অগাস্ট মাস থেকে জানাচ্ছি রেলকে৷ পুজো পেরিয়ে গেলেও, কাজ হচ্ছে না৷ তারই প্রতিবাদে আমরা যশোর রোডে অবরোধ করেছি৷” তারক চক্রবর্তী নামে আর এক বিক্ষোভকারী বলেন, “১ ও ২ নম্বর রেলগেট সহ যতগুলো রেলের অধীনে রাস্তা রয়েছে, সেগুলো সংস্কারের দায়িত্ব তাদের৷ নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ৷ তবুও রেল কর্তৃপক্ষের টনক নড়ছে না৷ বারবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি৷ যতক্ষণ না রেল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে৷” দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *