বলিউডের (Bollywood) সেরা পাঁচ প্রযোজনা সংস্থার নাম নিলেন প্রথম তিনের মধ্যেই চলে আসে শাহরুখ খানের প্রোডাকশন হাউস (Production House) রেড চিলিসের (Red Chilies Entertainment) নাম। হঠাৎ এমন খাবারের নামে নামকরণ কেন বলিউডের বাদশাহের? তার পিছনে কি রয়েছে কোনও বিশেষ কারণ, আসুন জেনে নেওয়া যাক।