পূর্ণ সময়ের রাজ্যপাল পেল বাংলা। বুধবার শপথগ্রহণ করলেন সি ভি আনন্দ বোস। তাঁর শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রইল বিস্তারিত আপডেট
হাইলাইটস
- বাংলার পূর্ণ সময়ের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস।
- বুধবার তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
- এদিন রাজভবনে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গান্ধী এবং রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
উল্লেখ্য, পদবি বোস হলেও বাঙালি নন তিনি। কেরালার কোয়াট্টাম অঞ্চলে তাঁর জন্ম। প্রাক্তন এই IAS অফিসার ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা হিসেবে কাদ করেছেন। মুসৌরির লাল বাহাজুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেন তিনি। একাধিক জেলা শাসক, শিক্ষা, কৃষি, বন, শ্রম দফতরের উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, কলকাতাতেও কিছু সময় কাটিয়েছেন তিনি। শহরের একচি ব্যাঙ্কে কর্মরত ছিলেন সি ভি আনন্দ বোস। পাশাপাশি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য বইয়ের লেখকও।
প্রসঙ্গত, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের একাধিক সময় বিভিন্ন ইস্যুতে বিরোধ তৈরি হয়েছিল। একুশের ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে পুলিশ প্রশাসনের ভূমিকায় সরব হয়েছিলেন তিনি। যদিও সেই যাবতীয় দাবি ভিত্তিহীন বলে দাবি করেছিল রাজ্য। শপথ গ্রহণের পর সি ভি আনন্দ বোসকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল, BJP সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ