West Bengal Governor : নতুন রাজ্যপাল পেল বাংলা, শপথগ্রহণ সি ভি আনন্দ বোসের – c v ananda bose takes oath as west bengal governor


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 23 Nov 2022, 11:19 am

পূর্ণ সময়ের রাজ্যপাল পেল বাংলা। বুধবার শপথগ্রহণ করলেন সি ভি আনন্দ বোস। তাঁর শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রইল বিস্তারিত আপডেট

 

হাইলাইটস

  • বাংলার পূর্ণ সময়ের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস।
  • বুধবার তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
  • এদিন রাজভবনে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গান্ধী এবং রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
বাংলার পূর্ণ সময়ের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। বুধবার তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন রাজভবনে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গান্ধী এবং রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর অস্থায়ীভাবে লা গণেশনকে এই দায়িত্ব দেওয়া হয়। এবার পূর্ণসময়ের জন্য বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে তিনি কলকাতায় পৌঁছন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্পমন্ত্রী শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ বোসকে ফোন করেন। সেই সময় তাঁর সঙ্গে কথা বলেই বুধবার দিনটি শপথগ্রহণের জন্য নিশ্চিত করা হয়। রাজ্যপালের জন্য ১০০টি রসগোল্ল পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কেরালার বাসিন্দা সি ভি আনন্দ বোস কলকাতায় একটি ব্যাঙ্কে কাজ করতেন। সেই সময়ই বাংলার এই মিষ্টির ‘ভক্ত’ হয়ে উঠেছিলেন তিনি। সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর অজানা নয়। নীল হাঁড়িতে সেই রসগোল্লা পাঠানো হয় রাজভবনে।

C V Ananda Bose : মমতার মাথায় বোস, বিরোধ কি কমবে?
উল্লেখ্য, পদবি বোস হলেও বাঙালি নন তিনি। কেরালার কোয়াট্টাম অঞ্চলে তাঁর জন্ম। প্রাক্তন এই IAS অফিসার ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা হিসেবে কাদ করেছেন। মুসৌরির লাল বাহাজুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেন তিনি। একাধিক জেলা শাসক, শিক্ষা, কৃষি, বন, শ্রম দফতরের উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, কলকাতাতেও কিছু সময় কাটিয়েছেন তিনি। শহরের একচি ব্যাঙ্কে কর্মরত ছিলেন সি ভি আনন্দ বোস। পাশাপাশি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য বইয়ের লেখকও।

West Bengal Governor : ভালোবাসেন কলকাতার রসোগোল্লা, নয়া রাজ্যপাল আনন্দ বোসকে বিশেষ উপহার মমতার
প্রসঙ্গত, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের একাধিক সময় বিভিন্ন ইস্যুতে বিরোধ তৈরি হয়েছিল। একুশের ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে পুলিশ প্রশাসনের ভূমিকায় সরব হয়েছিলেন তিনি। যদিও সেই যাবতীয় দাবি ভিত্তিহীন বলে দাবি করেছিল রাজ্য। শপথ গ্রহণের পর সি ভি আনন্দ বোসকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল, BJP সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও টুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *