West Bengal News: বাঁকুড়ায় ICDS কর্মীর রহস্যমৃত্যু, সুদের ব্যবসার জেরেই কি শত্রুতা? তদন্তে পুলিশ – bankura icds worker found dead inside home indpur police starts probe


ICDS West Bengal: বন্ধ ঘর থেকে এক অঙ্গনওয়াড়ি কর্মীর (ICDS Worker) রক্তাক্ত মৃতদেহ (Bankura Murder) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দপুর থানা (Indpur Police Station) এলাকায় গৃহস্থ বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে বন্ধ ঘরের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে ইন্দপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভারতী গোস্বামী (৫৫)। ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই মহিলার স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁর বিবাহিতা মেয়ে কলকাতায় থাকেন। পাড়া-প্রতিবেশীদের অনুমান, ওই মহিলাকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে খবর, দীর্ঘক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর না খোলায় ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে মেঝে পড়ে থাকতে দেখা গিয়েছে। মহিলার সুদের টাকা খাটানোর ব্যবসা ছিল। সেই সংক্রান্ত শত্রুতার জন্যও তাঁকে খুন করা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

South Dinajpur News : কুশমণ্ডিতে যাত্রী বোঝাই অটোতে ধাক্কা পিকআপ ভ্যানের, মৃত ২
নিহত অঙ্গনওয়াড়ি কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammilani Medical College) পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। জেলা পুলিশের এক কর্তা, এই ঘটনায় এখনও অবধি কাউকে আটক করা হয়নি।

Kashmir Snowfall : কাশ্মীরে তুষারপাতে মর্মান্তিক মৃত্যু, সেনার মৃত্যুতে শোকে গোটা গ্রাম
জয়দেব গোস্বামী নামে স্থানীয় এক গ্রামবাসীর দাবি, “ফোন না তোলায় তাঁর মেয়ে আমাকে একবার গিয়ে দেখে আসতে বলেছিল। দরজা ধাক্কা দেওয়ার পরও না খোলায়, আমি পিছনের দরজা খুলে দেখি সামনে রক্তাক্ত অবস্থায় ভারতীর নিথর দেব পড়ে রয়েছে।” মহিলার ভাসুর দিলীপ গোস্বামী এই প্রসঙ্গে বলেন, “আমার দোকানে আছে। দোকান বন্ধ করার সময় এক গ্রামবাসীর থেকে জানতে পারি যে ভারতী দরজা খুলছে না। আমি দোকান থেকে এসে দেখি এই অবস্থা। এটা খুনের ঘটনা, কারা জড়িত আমি বলতে পারব না। বাইরে থেকে দরজার শিকল বন্ধ ছিল। বউমার সুদের ব্যবসা ছিল, সেই কারণে তাঁকে খুন করা হতে পারে। আমাদের পারিবারিক সম্পর্ক ভাল ছিল না, তাই এর বেশি কিছু বলতে পারব না।”

Purulia News : বিয়ের ৪ মাসের মাথায় মৃত্যু গৃহবধূর, শোরগোল পুরুলিয়ায়
নিহত মহিলার এক আত্মীয় কিষাণ গোস্বামী বলেন, “আমরা ঠিক বুঝে ওঠতে পারিনি ঠিক কী হয়েছিল। সামনের দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পিছনের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দরজার শিকল খুলে রক্তাক্ত অবস্থায় কাকিমাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মেঝেতে প্রচুর রক্ত ছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। খুন না আত্মহত্যা আমরা ঠিক বুঝে উঠতে পারছে না। তবে পুলিশ এই ঘটনাকে খুন বলেই মনে করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *