Aindrila Sharma :কেটে গেল ৫ দিন, ঐন্দ্রিলার স্মৃতিরা ভিড় করে আসে – after 5 days of fighter aindrila sharma death her sister and fans remember her through seeing memorable photoes


Embed

ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এক ফাইটারের নাম। ঐন্দ্রিলা শর্মা এক ঝলমলে আকাশের নাম। ঐন্দ্রিলা শর্মা এমন এক ধূমকেতু যিনি এসে, দেখে, সবাইকি তুড়ি মেরে জিতে নিয়ে বড্ড তাড়াতাড়ি আসছি বলে চলে গেলেন। তাঁর মৃত্যুর পর রবিবার শোকের ছায়া নেমে আসে গোটা টেলি পাড়ায়। ঐন্দ্রিলার অগুনতি ভক্তের হৃদয় টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল। অভিনেত্রীর দিদি প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় (Aindrila Sharma) নানা ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন বোনের। এমন বহু অদেখা ছবি যা আরও একবার মনকে ভারাক্রান্ত করে তুলছে… আবার ঐন্দ্রিলার অনেক ভক্তই হয়তো সেই সব ছবিতেই পাচ্ছেন আশ্বাস… প্রিয় নায়িকাকে ছুঁয়ে থাকার অনুভূতি… আর মনে মনে বলছেন… এই তো হাত বাড়ালেই আছেন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *