Anubrata Mondal News : ভাগ্যের জোর নয়, ৮৩ লাখে কোটি টাকার লটারি ‘কেনেন’ অনুব্রত! বিস্ফোরক দাবি ঘিরে শোরগোল – anubrata mondal spends 83 lakh to get lottery ticket claim ganguly lottery owner
ক্রমশ ঘনাচ্ছে লটারি রহস্য। অনুব্রত মণ্ডল নয়, কোটি টাকার লটারি জিতেছিলেন বড় শিমুলিয়া গ্রামের বাসিন্দা শেখ নুর আলি? এই প্রশ্নের উত্তর খুঁজতে তাঁকে বৃহস্পতিবার নোটিশ ধরিয়েছিল CBI। এবার এই ঘটনায় বিস্ফোরক দাবি করলেন শেখ নুর আলির বাবা কটাই শেখ।

‘লটারি জিতে এক সপ্তাহ বাড়ি ঢুকতে পারিনি’
কটাই শেখ এদিন বলেন, “লটারি জেতার পরেই বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের উপদ্রব বাড়ে। লটারি যাতে তাদের হাতে তুলে দিই, সেই বিষয়ে ভয় দেখাতে থাকে। ঘটনার জেরে প্রায় সাত দিন বাড়িছাড়া হতে হয়েছিল। আমার থেকে লটারি ছিনিয়ে নেওয়া হয়।” এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শেখ নুর আলি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তিনি CBI-এর অস্থায়ী ক্যাম্পে প্রবেশের আগে বলেন, “আমি আগে ভেতরে গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলব। এরপর কোনও মন্তব্য করব।”

 

Anubrata Mondal Lottery : অনুব্রতর ‘লটারি রহস্য’-এর সমাধানে বীরভূমের বড়শিমুলায় CBI
৮৩ লাখ টাকায় লটারির টিকিট কিনেছিলেন অনুব্রত মণ্ডল?
এবার অনুব্রত মণ্ডলের লটারি জয় প্রসঙ্গে ‘গাঙ্গুলি লটারি’র মালিক বাপি গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, “রাহুল লটারিতে টিকিটটি আসে। তা বিক্রি করে কালাম শেখ। সেখানে থেকে নুর আলি বলে একজন তা পেয়েছিলেন। সেখান থেকে অনুব্রত মণ্ডল টিকিটটি কিনেছিলেন। ৮৩ লাখ টাকায় তা কেনেন অনুব্রত মণ্ডল। মাঝে আমাকে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুন বাহিরিগ্রামে নিয়ে যায়। ওঁরা লটারি নিয়ে কিছু বুঝত না। তাই টিকিটটি ‘চেক’ করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল। ওরা বুঝে নেওয়ার পর আমার আর কোনও কাজ ছিল না।” লটারি মারফত গোরু পাচার কাণ্ডের কালো টাকা সাদা করা হচ্ছে কিনা সেই বিষয়টির উপর নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। তাঁর এই মন্তব্য রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে।

Anubrata Mondal Daughter : কেষ্ট কন্যার ব্যাঙ্কে লটারির আরও ৫০ লাখ! বারবার পুরস্কার জয়ে তাজ্জব CBI
যাবতীয় দাবি ওড়াল তৃণমূল…
এদিকে লটারি ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ কটাই তুলেছিলেন তা খারিজ করতে দেখা গিয়েছে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়কে। তিনি বলেন, “এসব ফালতু কথা। তিনি কি এতদিন ঘুমোচ্ছিলেন! যাঁর এত টাকা লটারির কেড়ে নেওয়া হল তিনি কমপক্ষে বিষয়টি থানায় জানাবেন! এসব ফালতু কথা বলে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *