Bus Accident : ঝাড়গ্রামে উলটে গেল যাত্রী বোঝাই বাস, আহত ২৮ যাত্রী – jhargram passengers loaded bus overturned twenty eight people injured


West Bengal News নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস। আহত ২৮ জন যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম থানার (Jhargram Police Station) অন্তর্গত বরিয়া এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কে উপর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাঁকরাইল ব্লকে রোহিনী থেকে যাত্রী বোঝাই করে বাসটি ঝাড়গ্রাম (Jhargram) শহরের দিকে আসছিল। লোধাশুলি থেকে ৫ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম শহর আসার পথে বরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসটি (Bus Overturned) উল্টে যায়। আহত হন একাধিক যাত্রী। বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় গ্রামবাসীরা। তৎক্ষণাৎ উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। গ্রামবাসীদের চেষ্টায় আহত যাত্রীদের সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়।

School Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়ার উলটে গেল স্কুল বাস, আহত ৩৪ পড়ুয়া
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। বাস যাত্রীদের উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে (Jhargram Super Speciality Hospital) নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। অন্যদিকে, ঝাড়গ্রাম হাসপাতালে পৌঁছন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাস দুর্ঘটনায় মোট ২৮ জন যাত্রী ভর্তি রয়েছে হাসপাতালে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই । ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Road Accident : পশ্চিম মেদিনীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ১, জখম একাধিক
পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর ব্যবস্থা করে। আহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, সেটা নিয়ে ধন্দ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হতে পারে বাসের সামনে কোনও সাইকেল কিংবা ভ্যান চলে আসায় পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা সকালে হঠাৎ একটা ভীষণ জোরে শব্দ শুনতে পেয়েছিলাম। কী হয়েছে দেখতে বেরিয়ে আসি। দেখি, বাসটা পুরো কাত হয়ে উলটে গিয়েছে। যাত্রীরা ভিতরেই আটকে পড়েছিলেন। তাঁদেরকে আমরাই প্রথমে বার করে আনতে থাকি।” গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। রেষারেষি বা ওভারটেক করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে, তা নিয়ে আবারও পরিবহন কর্মীদের সচেতন করা হবে এবং পুলিশ জরিমানা সহ উপযুক্ত পদক্ষেপ করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *