Kharagpur News : TMC নেতাকে ফোন করে তোলা চাওয়ার অভিযোগ জেলবন্দি আসামির বিরুদ্ধে! চাঞ্চল্য খড়গপুরে – kharagpur tmc leader got threat by phone call from imprisoned convicted
West Bengal News জেল থেকে টাকা চেয়ে TMC নেতাকে হুমকি। অভিযোগ দায়ের খড়গপুর টাউন থানায়। হুমকি দেওয়া হল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুরের (Kharagpur) তৃণমূল নেতা মনোজ তাম্বেকে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি। খুনের ঘটনায় অভিযুক্ত জেলবন্দী আসামি হুমকির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

BJP TMC Clash : কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভিত্তিহীন দাবি তৃণমূলের
স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বেকে গত মঙ্গলবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একসময় তিনি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। জমি কেনাবেচা সংক্রান্ত ব্যবসা করেন তিনি। জানা গিয়েছে, ঘটনার দিন তিনি গড়বেতা থেকে খড়গপুর শহরের খরিদা এলাকায় বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তাঁর কাছে একটি ফোন কল আসে। অভিযোগ, জেল থেকে শঙ্কর রাও নামে এক আসামি তাঁকে ফোন করে। শঙ্কর রাও শ্রীনু মার্ডার কেসের আসামি। শঙ্কর রাও ফোন করে ১০ লাখ টাকার দাবি করে।

 

Kidnapping Cases : বারুইপুরে ব্যবসায়ীকে অপহরণ করে ৩৩ লাখ মুক্তিপণ দাবি, তদন্তে পুলিশ
মনোজ তাম্বে জানান, ফোন টাকা চেয়ে তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয়। এমনকী টাকা দেওয়ার ব্যাপারে তিনি ‘না’ বললে তাঁকে এবং তাঁর পরিবারকে গুলি করে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এমনটাই অভিযোগ মনোজ তাম্বের। ঘটনায় বিচলিত হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। গতকাল খড়গপুর টাউন থানায় প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বে লিখিতভাবে শংকর রাওয়ের বিরুদ্ধে অভিযোগ জানান।

মনোজ তাম্বে বলেন, “আমি একটা কাজ করে গড়বেতা থেকে ফিরছিলাম। সেই সময় আমার একটা ফোন আসে। ওপাশ থেকে বলে শঙ্কর নামে কেউ বলছে। শ্রীনু মার্ডার কেসের আসামি বলে নিজেকে পরিচয় দেয় সে। এরপরেই আমাকে হুমকি দেয় টাকা চেয়ে। আমি এত টাকা কোথাও পাবে, সে কথা জানাই। তারপরেও কোনও কথা শোনেনি। আমায় এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। আমি একসময় তৃণমূল যুব কংগ্রেস করতাম।”

Asansol Road Accident: সাহায্যের প্রতিশ্রুতি অধরা! বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ সন্তানহারা ২ পরিবারের
গোটা ঘটনায় তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, অভিযুক্তের সঙ্গে তাঁর কোনওরকম সম্পর্ক বা যোগসাজশ নেই। তারপরেও তাঁর কাছে কেন অর্থ চাওয়া হলে সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না প্রাক্তন তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে প্রশাসন সঠিক তদন্ত করে দেখুক, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, মনোজ তাম্বে টাউন থানায় অভিযোগ করেছে কোনও এক ব্যক্তি জেল থেকে তাঁকে ফোন করে টাকা চাইছে। প্রশাসন তদন্ত করে দেখবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *