Kolkata Temperature : ভাঙল ৫ বছরের রেকর্ড, কলকাতায় শীতলতম নভেম্বর – winter 2022 coldest day in city as lowest temperature recorded in kolkata


কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা বিগত পাচঁ বছরের রেকর্ড ভাঙল বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরে শহরের এই তাপমাত্রা কার্যত বিরল বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।বর্তমানে রাজ্যে অবাধ এবং বাধাহীন ভাবেই প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে চলতি সপ্তাহেই আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উইকএন্ডে জাঁকিয়ে শীতেরই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বেজায় খুশি শীতকাতুরে বাঙালি।

Winter Season : আগামী সপ্তাহে ফের কনকনে ঠান্ডা, কবে থেকে জাঁকিয়ে শীত? জবাব হাওয়া অফিসের
কলকাতায় কতটা নামল তাপমাত্রার পারদ?

বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে বুধবার কলকাতা শহরে তাপমাত্রার পারদ নামল ১৬ ডিগ্রির কোঠায়। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন সকালে সর্বনিম্ন তাপামাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমের শীতলতম। সোমবার থেকে ক্রমশই নিম্নমুখী হচ্ছে শহরের তাপমাত্রা। গত সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। এরপর মঙ্গলবার তাপমাত্রা এক ধাক্কায় নামল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার আরও নেমে তাপমাত্রা দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আর এবার বৃহস্পতিবার আরও কমে তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতের এই মিনি স্পেলে শহরে নভেম্বরের এই পারদ পতন বিরল বলেই মনে করছেন অধিকাংশ আবহাওয়াবিদ। ফলে চলতি মরশুমে কনকনে শীতের অপেক্ষায় রাজ্যবাসী।

Winter Update Today : এক ধাক্কায় পারদ পতন, শহরজুড়ে শীতের মরশুম
কেমন থাকবে দুই বঙ্গের তাপমাত্রা?

উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। উইকএন্ডে অন্তত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বিশেষত বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে প্রবল শীত অনুভূত হবে শনি ও রবিবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সপ্তাহের শেষে ন্যূনতম দুই ডিগ্রি পারা পতনের ইঙ্গিত মিলেছে। বিশেষত পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে শীতের প্রভাব বেশি থাকবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে বাধার সৃষ্টি করছে না উত্তর পশ্চিমের হাওয়াতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। পাশাপাশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে রয়েছে। সেটিও ক্রমশই শক্তি হারাচ্ছে। তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আন্দামান সাগরে। বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ কোনদিকে যায় সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

Kolkata Winter Temperature : ২৪ ঘণ্টার মধ্যেই পারদ পতন, মঙ্গলেই জাঁকিয়ে শীত কলকাতায়?
ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

আপাতত দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টি ছাড়া দেশের বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।পশ্চিম, উত্তর পশ্চিম, মধ্যভারত এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় শুধুই শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ। আগামী কয়েক দিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তার ফলে শীতের আমেজ আরও বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *