দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় দুই পড়ুয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্থাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও, অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medinipur Medical College Hospital) স্থানান্তরিত করা হয়৷ দু’জনেই আপাতত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে, ঘাতক গাড়িটি ধাক্কা দিয়ে বেরিয়ে গেলও, কেশিয়াড়ি থানার পুলিশ (Keshiadi Police Station) CCTV ক্যামেরার ফুটেজ দেখে সেটির খোঁজে তল্লাশি শুরু করেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাজরা সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে (Khajra Satish Chandra Memorial High School) মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে৷ আজই ছিল পরীক্ষার শেষ দিন৷ সেই টেস্ট পরীক্ষা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দুই পড়ুয়া গোপাল ও শিবানী। আর সেই সময়েই পিছন দিক থেকে একটি মারুতি ধাক্কা মারে তাদের সাইকেলে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মাধ্যমিকের দুই পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খবর দেওয়া হয় আহতদের স্কুলে৷ খবর পেয়ে স্কুলেক শিক্ষকরা ছুটে আসেন৷ স্কুলের শিক্ষক বিপ্লব বসু বলেন, “ওরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমাদের করণিকের কাছে একটি ফোন আসে৷ তাঁর পরিচিতি অন্য একটি স্কুলের ক্লার্ক ফোন করে জানান আমাদের স্কুলের পড়ুয়াদের একটি লাল গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছে৷ আমরা শুনেই চলে আসি এবং থানার IC এবং জয়েন্ট BDO কে জানিয়েছি বিষয়টি৷ চিকিৎসার সুব্যবস্থা করার জন্যও অনুরোধ করেছি৷” প্রশাসন CCTV ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে বলেই আশা৷
মারুতি গাড়িটি ধাক্কা দিয়ে ওই এলাকা থেকে বেরিয়ে যায় বলেই জানা গিয়েছে৷ তবে পুলিশ ওই গাড়ির খোঁজ শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা পাশেই খাজরা গ্রাম পঞ্চায়েত অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। CCTV ফুটেজে গাড়িটিকে চিহ্নিত করার কাজ শুরু করেছেন তাঁরা৷ গাড়িটি চিহ্নিত হয়ে গেলেই সেটির খোঁজে তল্লাশি শুরু করবেন কেশিয়াড়ি থানার (Keshiadi Police Station) পুলিশ আধিকারিকরা।