Subrata Bakshi : সিদ্ধান্ত না-মানলে করিম ছাড়ুন বিধায়ক পদ, কড়া বার্তা বক্সির – controversy between subrata bakshi and islampur mla abdul karim chowdhoury


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 24 Nov 2022, 1:26 pm

পঞ্চায়েত ভোটের দায়িত্ব ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে (Jakir Hossain) দেওয়া হলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না বলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi)সটান বলে দিলেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। অন্যদিকে করিম চৌধুরী যদি দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে তাঁকে পাল্টা কড়া বার্তা দিয়েছেন বক্সিও।

 

Subrata Bakshi
সুব্রত বক্সি

হাইলাইটস

  • ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে দেওয়া হলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না বলে বলে দিলেন আব্দুল করিম চৌধুরী।
  • করিম চৌধুরী যদি দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে তাঁকে পাল্টা কড়া বার্তা দিয়েছেন বক্সিও।
  • সুব্রত বক্সির সঙ্গে তাঁর এই বাদানুবাদের বিষয়টি আব্দুল করিম চৌধুরী নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।
এই সময়: পঞ্চায়েত ভোটের দায়িত্ব ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে দেওয়া হলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না বলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সটান বলে দিলেন আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী করিম চৌধুরী যদি দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে তাঁকে পাল্টা কড়া বার্তা দিয়েছেন বক্সিও। বুধবার সুব্রত বক্সির সঙ্গে তাঁর এই বাদানুবাদের বিষয়টি আব্দুল করিম চৌধুরী নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ঘনিষ্ঠ মহলে আব্দুল করিম চৌধুরী এ-ও বলেছেন, ‘ইসলামপুরে অতীতে দলের যে নেতা-কর্মীরা নির্বাচন পরিচালনা করতেন, তাঁরা এ বারও ভোট করবেন। নতুন ব্লক সভাপতিকে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হলে তা মানব না।’

Malda News : নতুন ব্লক কমিটি নিয়ে অসন্তোষ, পদত্যাগ TMC নেতার
তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মঙ্গলবার ইসলামপুরে বিধায়ক বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেতৃত্বের তিরস্কারের মুখে পড়েন। পরিষদীয় দলের বৈঠকে তিরস্কৃত হওয়ার পর বর্ষীয়ান ওই নেতার সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ফের বুধবার কথা হয়। তখন ইসলামপুর ব্লকের দলীয় সংগঠন নিয়ে বক্সির সঙ্গে তাঁর মতবিরোধ হয় বলে ঘনিষ্ঠ মহলে করিম চৌধুরী জানান।

Hooghly News : প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব! TMC জেলা সভাপতিকে মঞ্চ থেকে আক্রমণ কর্মাধ্যক্ষের
সূত্রের খবর, তৃণমূলের রাজ্য সভাপতিকে ইসলামপুরের বিধায়ক বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব নতুন ব্লক সভাপতি জাকির হোসেনের হাতে দেওয়া যাবে না। কারণ, তৃণমূলের ওই ব্লক নেতা অতীতে নির্বাচনে বিজেপি-কে সাহায্য করেছেন।’ কিন্তু সুব্রত বক্সি সাফ জানিয়ে দেন, নতুন ব্লক সভাপতির নেতৃত্বেই ভোট পরিচালনা করতে হবে, দলের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি আব্দুল করিম চৌধুরী দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে বক্সি কড়া বার্তা দেন। তার পর আব্দুল করিম চৌধুরী আর কথা বাড়াননি বলে তাঁর ঘনিষ্ঠজনদের বক্তব্য। তৃণমূলের একাংশের বক্তব্য, ইসলামপুরের নয়া তৃণমূল ব্লক সভাপতি দলে কানহাইয়ালাল আগরওয়ালের অনুগামী হিসেবে পরিচিত। কানহাইয়ার সঙ্গে করিম চৌধুরীর সমীকরণ মসৃণ নয়। জাকির হোসেন ব্লক সভাপতি হওয়ার ঠিক পরেই এই বছর অগস্ট মাসে আব্দুল করিম চৌধুরী এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *