পঞ্চায়েত ভোটের দায়িত্ব ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে (Jakir Hossain) দেওয়া হলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না বলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi)সটান বলে দিলেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। অন্যদিকে করিম চৌধুরী যদি দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে তাঁকে পাল্টা কড়া বার্তা দিয়েছেন বক্সিও।
হাইলাইটস
- ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেনকে দেওয়া হলে সেই সিদ্ধান্ত তিনি মানবেন না বলে বলে দিলেন আব্দুল করিম চৌধুরী।
- করিম চৌধুরী যদি দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে তাঁকে পাল্টা কড়া বার্তা দিয়েছেন বক্সিও।
- সুব্রত বক্সির সঙ্গে তাঁর এই বাদানুবাদের বিষয়টি আব্দুল করিম চৌধুরী নিজেই তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।
তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মঙ্গলবার ইসলামপুরে বিধায়ক বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেতৃত্বের তিরস্কারের মুখে পড়েন। পরিষদীয় দলের বৈঠকে তিরস্কৃত হওয়ার পর বর্ষীয়ান ওই নেতার সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ফের বুধবার কথা হয়। তখন ইসলামপুর ব্লকের দলীয় সংগঠন নিয়ে বক্সির সঙ্গে তাঁর মতবিরোধ হয় বলে ঘনিষ্ঠ মহলে করিম চৌধুরী জানান।
সূত্রের খবর, তৃণমূলের রাজ্য সভাপতিকে ইসলামপুরের বিধায়ক বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব নতুন ব্লক সভাপতি জাকির হোসেনের হাতে দেওয়া যাবে না। কারণ, তৃণমূলের ওই ব্লক নেতা অতীতে নির্বাচনে বিজেপি-কে সাহায্য করেছেন।’ কিন্তু সুব্রত বক্সি সাফ জানিয়ে দেন, নতুন ব্লক সভাপতির নেতৃত্বেই ভোট পরিচালনা করতে হবে, দলের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি আব্দুল করিম চৌধুরী দলের সিদ্ধান্ত মানতে না-চান, তা হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দিন বলে বক্সি কড়া বার্তা দেন। তার পর আব্দুল করিম চৌধুরী আর কথা বাড়াননি বলে তাঁর ঘনিষ্ঠজনদের বক্তব্য। তৃণমূলের একাংশের বক্তব্য, ইসলামপুরের নয়া তৃণমূল ব্লক সভাপতি দলে কানহাইয়ালাল আগরওয়ালের অনুগামী হিসেবে পরিচিত। কানহাইয়ার সঙ্গে করিম চৌধুরীর সমীকরণ মসৃণ নয়। জাকির হোসেন ব্লক সভাপতি হওয়ার ঠিক পরেই এই বছর অগস্ট মাসে আব্দুল করিম চৌধুরী এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ