West Bengal DA : ‘দুর্ভাগ্যজনক…’, DA-র আন্দোলনে গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly comments on the people who arrested in da protest rally


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 24 Nov 2022, 12:24 pm

বকেয়া DA মেটানোর দাবিতে বুধবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মী সংগঠন। পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা করলেও তা ভেঙে এগিয়ে যেতে চেয়েছিলেন অনেকেই। কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা সংলগ্ন এলাকা। ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হবে। এবার এই বিষয়ে মন্তব্য করতে শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)-কে।

 

হাইলাইটস

  • DA-র দাবিতে বুধবার পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশকে।
  • এদিন একাধিক সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
  • এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • তিনি বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।
DA-র দাবিতে বুধবার পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশকে। ৩০টি সংগঠন যৌথভাবে বিধানসভা (Vidhan Sabha) অভিযানের ডাক দিয়েছিল। এই অভিযানকে ঘিরে কার্যত ‘রণক্ষেত্রে’ পরিণত হয়েছিল ধর্মতলা চত্বর। এদিন একাধিক সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আজ অর্থাৎ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) কর্মীও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । তিনি বিষয়টি ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।

DA Case : DA-র দাবিতে সরকারি কর্মীদের বিধানসভা অভিযানে ধুন্ধুমার, সোমবার মামলার শুনানির সম্ভাবনা
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে DA মেটাতে হবে। কিন্তু, এই রায়কে পুর্নবিবেচনা করার আর্জি জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এদিকে আদালতের নির্দেশ মোতাবেক সময় মতো DA না মেটানোয় রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারি সংগঠনগুলি। বুধবার DA মেটানোর দাবিতে সরকারি কর্মীদের ৩০টি সংগঠন বিধানসভা অভিযান করে। যাতে আন্দোলনকারীরা বিধানসভার দিকে অগ্রসর হতে না পারে সেজন্য ব্যারিকেড করে দেয় পুলিশ। কিন্তু, আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আন্দোলনকারীদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। একাধিক সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়। আজ তাঁদের আদালতে তোলা হবে।

DA Update: বিদ্যুৎকর্মীদের DA মেটাতে তহবিল, উপেক্ষিত বাকিরা
উল্লেখ্য, DA মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে,জানা গিয়েছে এমনটাই। এদিকে রাজ্য বকেয়া DA না মেটালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলি।
বুধবার আন্দোলনস্থল থেকেই এক বিক্ষোভকারী বলেছিলেন, “আমরা নিজেদের প্রাপ্যর জন্য লড়াই করছি। কেন আমরা আমাদের পাওনা পাব না। এই অর্থ না দেওয়ার জন্য প্রাপ্য বেতনের থেকে অনেক টাকা কম পাই।” প্রসঙ্গত, কিছুদিন আগেই DA প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে রাজ্য সরকারি কর্মীদের হাতে DA তুলে দেবেন। মুখ্যমন্ত্রী চান সরকারি কর্মীরা DA পান। পাশাপাশি রাজ্যের গরীব মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টাও করছেন তিনি। আর সেই জন্য একাধিক প্রকল্পের উপরেও কাজ করছেন। সেই দিকটিও তাঁকে ভাবতে হচ্ছে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *